যুবসমাজকে প্রতিবাদে এগিয়ে আসার ডাক দিল তৃণমূল

গোটা দেশেই এই বিলের বিরূদ্ধে প্রতিবাদ চলছে। রাজ্যে বিভিন্ন জেলায় প্রতিবাদ সভার আয়োজন করেছে তৃণমূল।

September 22, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলার যুবশক্তিকে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানাল তৃণমূল কংগ্রেস। আজ দুপুরে একটি সাংবাদিক বৈঠক করে এই ডাক দিলেন দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।

যুবসমাজের প্রতি তাঁর বার্তা, এটা তোমার দেশ, তোমার গণতন্ত্র, তোমার কৃষক, তোমার ভবিষ্যৎ। হাল তোমাকেই ধরতে হবে।

মোদী- শাহর বিরূদ্ধে এদিন তোপ দেগে ডেরেক বলেন, “এই সরকার জনবিরোধী, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, কৃষক বিরোধী। যুব সমাজের স্বপ্ন এদের স্বপ্নকে নষ্ট করতে দেব না। গণতন্ত্রকে ধূলিস্যাৎ করতে দেব না। সংসদকে এই মোদী-শাহ যুগলের ব্যক্তিগত সম্পত্তি হওয়া থেকে তোমাদেরই রক্ষা করতে হবে।”

রাজ্যসভার বিরোধী দলের সাংসদরা ইতিমধ্যেই অধিবেশন বয়কট করেছেন। আজ বিকেল চারটে থেকে লোকসভার বিরোধী দলের সাংসদরাও বয়কটের পথে হাঁটছেন।

রাজ্যসভায় বিরোধী দলের সাংসদদের বক্তব্য রাখার সময়টুকুও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে তৃণমূল। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া যখন বক্তব্য রাখছিলেন, তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। সরকার মানুষকে ঠকাচ্ছে। এটা চলতে দেব না, বলে হুশিয়ারী দেয় তৃণমূল কংগ্রেস।

ইতোমধ্যেই ১৮টি বিরোধী দল রাষ্ট্রপতিকে চিঠি লিখেছে। আগামীকাল সকাল ১১টার সময় বিরোধী দলগুলি ভবিষ্যৎ কর্মসূচী নির্ধারণ করতে বৈঠকে বসবে।

গোটা দেশেই এই বিলের বিরূদ্ধে প্রতিবাদ চলছে। রাজ্যে বিভিন্ন জেলায় প্রতিবাদ সভার আয়োজন করেছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen