একুশের হারের পর ‘ফিনিক্স পাখি’র মতো উত্থান সুজাতা মন্ডলের

বাঁকুড়া জেলা পরিষদের ৪৪ নম্বর আসনটি জিতে নিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ১৮ হাজার ভোটে জিতেছেন সুজাতা।

July 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খেলা ঘুরিয়ে দিলেন সুজাতা। উনিশের লোকসভা নির্বাচনে একা লড়ে তদানিন্তন স্বামীকে সংসদে পাঠিয়েছিলেন, তারপর ফিরেছিলেন তৃণমূলে। একুশের নির্বাচনে লড়েও হারের মুখ দেখতে হয়। কিন্তু গ্রাম-বাংলার লড়াইয়ে ছিনিয়ে নিলেন জয়। বাঁকুড়ার জয়পুর ব্লকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের বিপক্ষে কোনও প্রার্থী না থাকায়, জেলা পরিষদের ভোটগণনা শুরু হয়ে গিয়েছিল। বাঁকুড়া জেলা পরিষদের ৪৪ নম্বর আসনটি জিতে নিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। ১৮ হাজার ভোটে জিতেছেন সুজাতা।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোটের দিন হুগলির আরামবাগ বিধানসভা কেন্দ্রে গিয়ে বিজেপি কর্মীদের আক্রমণের মুখে পড়েছিলেন প্রার্থী সুজাতা। লড়াই করেছিলেন, কিন্তু জিততে পারেননি। দু’বছর পর ২০২৩ সালের ১১ জুলাই ফিনিক্স পাখির মতো উত্থান হল সুজাতার।

গোটা প্রচার পর্বে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন সুজাতা। রান্না করা থেকে জমিতে কোদাল চালানো, একেবারে গ্রামবাসীদের সঙ্গে মিশে গিয়েছিলেন সুজাতা। জনতা তাঁকে দু’হাত ভরে সমর্থন দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen