নাগাল্যান্ডে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে আজ দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল

নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দল।

December 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নাগাল্যান্ডে ভুল বোঝাবুঝির জন্য নিরস্ত্র ৬ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে প্যারা কমান্ডোরা। তার পরে তাদের দেহ নিতে আসা গ্রামবাসীদের উপরে আরও এক প্রস্ত গুলিচালনা।করে তারা। মৃত্যু হয় ১০ জনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তিনি লিখেছেন, অত্যন্ত উদ্বেগজনক খবর। হতভাগ্য পরিবারগুলির প্রতি সমবেদনা রইল। যাঁরা জখম হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। মৃত ও জখমদের পরিবার যাতে ন্যায় বিচার পান তার ব্য়বস্থা করতে হবে, দাবি করেছেন মমতা।

এরপর কাল রাতে জানানো হয়, আজ সকালে নাগাল্যান্ডে যাবেন তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দল।

এই দলে থাকবেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব, অপরূপা পোদ্দার, ডাঃ শান্তনু সেন ও মিজোরামের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen