দুর্নীতিগ্রস্ত গোয়ার মুখ্যমন্ত্রীকে বরখাস্তের দাবি জানিয়ে রাজ্যপালকে স্মারকলিপি তৃণমূলের

মঙ্গলবার সকালে গোয়ার রাজ্যপাল শ্রীধরন পিল্লাইয়ের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতারা।

October 26, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোয়ায় মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের পদত্যাগ চেয়ে চাপ আরও বাড়াল তৃণমূল। মঙ্গলবার সকালে গোয়ার রাজ্যপাল শ্রীধরন পিল্লাইয়ের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতারা। দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী সবন্তকে বরখাস্তের দাবি জানিয়ে তাঁকে স্মারকলিপি তুলে দেন লুইজিনহো, সৌগত রায়রা।

রাজ্যপালকে দেওয়া তৃণমূলের স্মারকলিপি।
রাজ্যপালকে দেওয়া তৃণমূলের স্মারকলিপি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ করেন সে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। মালিকের আরও অভিযোগ, দুর্নীতির কথা প্রকাশ্যে আনতেই তাঁকে গোয়া-ছাড়া করা হয়েছে। প্রাক্তন রাজ্যপালের এই অভিযোগকেই হাতিয়ার করেছে তৃণমূল। সেই পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার সকালে পানাজির রাজভবনে পৌঁছে যান দলের সর্বভারতীয় সহ-সভাপতি লুইজিনহো ফেলেইরা, সাংসদ সৌগত রায়রা।

রাজ্যপাল শ্রীধরন পিল্লাইয়ের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে এসে সংবাদ সংস্থা এএনআই-কে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি লুইজিনহো বলেন, ‘‘মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের ইস্তফা চেয়ে আমরা রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের দাবি, দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত। রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক মুখ্যমন্ত্রী সবন্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।’’

এর আগে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি শাসিত গোয়ার মুখ্যমন্ত্রী সবন্তের ইস্তফা দাবি করেছে তৃণমূল। এ জন্য ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিল তারা। এ বার চাপ বাড়াতে রাজ্যপালের দ্বারস্থ হল তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen