দলের অতি উৎসাহী বিশৃঙ্খল অংশকে নিয়ন্ত্রণে আনতে অভিষেকের নির্দেশেই ভরসা তৃণমূলের
তৃণমূলের একাংশ অভিষেকের নির্দেশ কার্যকর করতে তৎপর হয়েছে। ভোটারদের মন জুগিয়েই চলতে চাইছেন তাঁরা।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটে দারুণ সাফল্য পেয়েছে তৃণমূল। বছর দুয়কের মধ্যে বিধানসভা ভোট, ফলে এই জয়ের ধারা বজায় রাখতে চায় রাজ্যের শাসক দল। বিরোধী মনোভাবাপন্ন কোনও ভোটার হোক বা সাধারণ মানুষ কারও সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তৃণমূলকে ভোট দেননি, এমন মানুষদের মারধর, হুমকি বা বাড়ি থেকে বার দেওয়ার মতো কাজ করা যাবে না! দলের নেতা-কর্মীদের আরও ভদ্র, নম্র, বিনয়ী হতে হবে, সংযমের মধ্যে থাকতে হবে। এমনই নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একাংশ অভিষেকের নির্দেশ কার্যকর করতে তৎপর হয়েছে। ভোটারদের মন জুগিয়েই চলতে চাইছেন তাঁরা। অভিষেকের নির্দেশকে হাতিয়ার করে দলের বিশৃঙ্খল অংশকে বাগে আনার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে।
প্রতিনিয়ত নজরদারি চালানোর জন্য অভিষেকের অফিস থেকে ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় ছোট ছোট টিম তৈরি করে দেওয়া হয়েছে। নজরদারি চালানোর পাশাপাশি রিপোর্টও দেবে টি!। লোকসভা ভোটে সাতগাছিয়ার একাধিক বুথ, বজবজ গ্রামীণ এলাকার কিছু বুথ-সহ আরও কিছু বুথে পিছিয়ে রয়েছেন অভিষেক। রেকর্ড জয়ের পরও কিছু বুথে কেন হারতে হল, তা নিয়ে অভিষেক তদন্তের নির্দেশ দিয়েছেন। দলের তথাকথিত অতি উৎসাহীদের অভব্য আচরণ, হুমকি দায়ী কি না, তা নিয়ে চিন্তিত অভিষেক। তাই-ই এই নজরদারির নির্দেশ।