একদিনের সফরে আজ মেঘালয়ে অভিষেক, দেবেন কী বার্তা?
২০২৪ সালের লোকসভা ভোটের আগে সেই রাজ্যের সংগঠন আরও মজবুত করতে বদ্ধপরিকর তৃণমূল।

ফের উত্তর-পূর্ব ভারত সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি কথা দিয়েছিলেন, প্রয়োজনে প্রতি মাসে যাবেন মেঘালয়। বুধবার, অর্থাৎ ২৯শে জুন একদিনের সফরে মেঘালয় যাচ্ছেন তিনি।
একুশে বাংলায় বিধানসভা ভোটে বিপুল সাফল্যের পর উত্তর-পূর্ব ভারতকেই পাখির চোখ করেছে তৃণমূল। সংগঠন তৈরি হয়েছে ত্রিপুরায়, অসমে। রাতারাতি মেঘালয়ের বিরোধী দল হয়েছে তাঁরা। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সেই রাজ্যের সংগঠন আরও মজবুত করতে বদ্ধপরিকর তৃণমূল।
বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলংয়ে দলীয় কার্যালয়ের উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন অভিষেক। এর পরই বেলা সাড়ে ১২টা নাগাদ দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এদিন অভিষেক ছাড়াও দলীয় কর্মসূচীতে উপস্থিত থাকবেন মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা মানসরঞ্জন ভুঁইয়া, মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রপ, তৃণমূলের পরিষদীয় দলের নেতা মুকুল সাংমাও।