ফেলেইরোর নেতৃত্বে গোয়ায় ১২ সদস্যের ইস্তাহার কমিটি গঠন তৃণমূলের

গোয়ার বিধানসভা ভোটে দলের রাজ্যসভার সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি ফেলেইরোকে ফাতোরদা আসনে প্রার্থী করেছে তৃণমূল।

January 25, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

গোয়ার বিধানসভা নির্বাচনের ইস্তাহার তৈরির কাজ শুরু করে দিল তৃণমূল। সোমবার দলের তরফে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে চেয়ারপার্সন করে ১২ সদস্যের ইস্তাহার কমিটি গড়া হয়েছে।

বিধানসভা ভোটের ইস্তাহার কমিটিতে রাজেন্দ্র কাকোদকর, যতীশ নায়েক, অভীতা বন্দোদকর, জয়েশ শ্বেতগাঁওকরের মতো গোয়া তৃণমূলের পরিচিত নেতারা রয়েছেন। তবে ফেলেইরোর নেতৃত্বাধীন কমিটিতে নেই আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল এবং দলের রাজ্য সভাপতি কিরণ কাকোদকর।

প্রসঙ্গত, গোয়ার বিধানসভা ভোটে দলের রাজ্যসভার সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি ফেলেইরোকে ফাতোরদা আসনে প্রার্থী করেছে তৃণমূল। এনসিপি ছেড়ে আসা শিল্পপতি-বিধায়ক তথা চার্চিল ব্রাদার্স ফুটবল দলের মালিক আলেমাও প্রার্থী হয়েছেন বেনাউলিম থেকে। আলদোনা থেকে তৃণমূলের টিকিটে দাঁড়াচ্ছেন গোয়া তৃণমূলের সভাপতি কিরণ। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভার ৪০ আসনের সবগুলিতেই ভোট। গণনা আগামী ১০ মার্চ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen