সংসদ চলা নিয়ে বিজেপি সরকারের ডাকা বৈঠককে “স্টান্ট” বলে কটাক্ষ তৃণমূলের

বেনজিরভাবে সাংসদদের বরখাস্ত করার প্রতিবাদে, সাসপেন্ড হওয়া ১২ জন রাজ্যসভার সাংসদ সংসদের বাইরে প্রতিদিন অবস্থান বিক্ষোভ করছেন

December 19, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বেনজিরভাবে সাংসদদের বরখাস্ত করার প্রতিবাদে, সাসপেন্ড হওয়া ১২ জন রাজ্যসভার সাংসদ সংসদের বাইরে প্রতিদিন অবস্থান বিক্ষোভ করছেন। তাঁরা তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম এবং সিপিআই-এর সদস্য।

সূত্রের খবর বিজেপি সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী আগামীকাল সকাল ১০ টায় সাসপেন্ড হওয়া সাংসদদের চার রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন।

আগামীকাল সকালে হতে চলা এই বৈঠককেই “মনডে মর্নিং স্টান্ট” বলে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। কেবল মাত্র চারটি রাজনৈতিক দলের নেতাদের ডাকা হয়েছে। বাকি ১০টি বিরোধীদলকে যে বিজেপি সরকারের তরফে বৈঠককে ডাকাই হল না, সে বিষয়কেও কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এই গোটা ঘটনাকে বর্ণনা করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটে লেখেন, ” সংসদের কাজ সঠিকভাবে পরিচালনা করতে না চাওয়া সরকারের ‘মন ডে মর্নিং স্টান্ট’।”

তিনি এও লেখেন, বিজেপির এই পরিকল্পনা ব্যর্থ হবে। কারণ প্রতিটি বিরোধীদলের সমবেত দাবি, বেনজিরভাবে করা এই সাসপেনশন তুলে নিতে হবে।

বলাইবাহুল্য সাসপেনশন তোলার বিষয় সব বিরোধী দলগুলিই ঐক্যবদ্ধ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen