পুলওয়ামার ঘটনার তৃতীয় বর্ষপূর্তিতে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

পুলওয়ামার শহিদদের আমরা যেন কখনও ভুলে না যাই।

February 14, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

চার পুরসভার জয়ের আনন্দেও পুলওয়ামার শহিদদের স্মরণ করতে ভুললেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার টুইট করে তাঁদের স্মরণ করলেন তিনি। অভিষেক টুইটে লিখলেন, ‘সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণের মধ্যে একটিতে আমাদের বীর জওয়ানদের জীবন কেড়ে নেওয়া হয়েছিল। পুলওয়ামার শহিদদের আমরা যেন কখনও ভুলে না যাই। সমগ্র জাতি আপনাদের সাহসিকতাকে কুর্নিশ জানায়। আপনারা আমাদের হৃদয়ে বাস করেন। জয় হিন্দ।’

বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগড়ি পুরসভায় বিশাল জয় পেল তৃণমূল। কিন্তু দলীয় নেতা-কর্মী-সমর্থকদের জয়ের শুভেচ্ছা জানানোর আগে পুলওয়ামার শহিদদের স্মরণ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে জওয়ানদের কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তাতে প্রাণ হারান ৪০ জন জওয়ান। সেই ঘটনার তিন বছর পূর্তিতেই এই টুইট করে শ্রদ্ধা জানান তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen