বর্ধমানে আক্রান্ত তৃণমূল, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
মিছিলের প্রস্তুতি হিসাবে সকালে শক্তিগড় থানা এলাকার বামচাঁদাইপুরে জমায়েত করছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, তখন তাঁদের ওপর হামলা চালায় বিজেপি।

জেপি নড্ডার রোড শোয়ের পালটা তৃণমূলের (AITC) মিছিলের আগে রাজনৈতিক সংঘর্ষ বর্ধমানে। রবিবার সকালে পূর্ব বর্ধমানের বামচাঁদাইপুরে তৃণমূল কর্মীদের মারধর ও তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির (BJP) বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
রবিবার বিকেলে বর্ধমান (Bardhaman) শহরে মিছিল করবেন তৃণমূল যুব কংগ্রেস নেতা তথা অভিনেতা সোহম। সেই মিছিলের প্রস্তুতি হিসাবে সকালে শক্তিগড় থানা এলাকার বামচাঁদাইপুরে জমায়েত করছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, তখন তাঁদের ওপর হামলা চালায় বিজেপি। আচমকা হামলায় আহত হন বেশ কয়েকজন তৃণমূলকর্মী। ভাঙচুর করা হয় তৃণমূলের একটি পার্টি অফিসও। মুহূর্তে উত্তেজনা ছড়ায় এলাকায়। পৌঁছয় পুলিশ।
তৃণমূলের দাবি, তাঁদের সোহমের মিছিলে যোগদানে বাধা দিতেই হামলা চালিয়েছে বিজেপি। শনিবার নড্ডার মিছিলের পর নিজেদের ক্ষমতা জাহির করতে একাজ করেছে তারা।
বিজেপির পালটা দাবি, সোহমের মিছিলে যোগদানের জন্য বিজেপি কর্মীদের জোর জবরদোস্তি করছিল তৃণমূল। তা থেকেই বিবাদের শুরু। তৃণমূল কর্মীরাই বিজেপি কর্মীদের মারধর করেছেন বলে দাবি তাদের।