দিলীপের সভার পথেই সবংয়ে তৃণমূল পার্টি অফিসে আগুন

সে সময় দু’দলের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু’পক্ষের বিরুদ্ধেই ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে।

October 3, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ সদস্য দিলীপ ঘোষের সভার আগেই শুক্রবার দুপুরে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল সবংয়ের মোহাড়। এদিন বুড়ালে সভা ছিল দিলীপবাবুর। সেই সভায় যাওয়ার পথে তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকায় ব্যাপক বোমাবাজির পাশাপাশি বেশ কিছু বাড়ি ভাঙচুর হয়। হামলায় তৃণমূলের চারজন গুরুতর জখম হন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য঩দিকে পুলিসের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অবরোধ করে বিজেপি। এদিন সভায় যোগ দিতে যাওয়ার সময় কাঁটাখালির দিক দিয়ে বিজেপির লোকজন এসে হামলা চালায় বলে অভিযোগ। সে সময় দু’দলের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু’পক্ষের বিরুদ্ধেই ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই পাশের গ্রাম মোহাড়ে ব্যাপক বোমাবাজি শুরু হয়ে যায়। তারপরই সংঘর্ষ শুরু হয়। বাড়ি ঘর ভাঙচুরও করা হয়। তৃণমূল অফিস ছাড়াও সাইকেল, মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সবকিছু দাউ দাউ করে জ্বলে ওঠে। উত্তাল হয়ে ওঠে এলাকা। লাঠি সোঁটা নিয়ে একে অপরকে আক্রমণ করে বলে অভিযোগ। তৃণমূলের ব্লক সভাপতি অমল পণ্ডা বলেন, আমাদের কর্মীরা পার্টি অফিসে বসেছিলেন। বিজেপি দুষ্কৃতীরা অতর্কিতে তাদের উপর হামলা করে। আমাদের কর্মীরা তাদের মিছিলে কোনও বাধা দেয়নি। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি উত্তম সামন্ত অবশ্য বলেন, আমাদের কর্মীরা যখন মিছিল করে দিলীপবাবুর সভায় আসছিলেন সেই সময় তৃণমূল কর্মীরা তাদের উপর হামলা করে। বোমাবাজি করা হয়। আমাদের কয়েকজন কর্মী গুরুতর জখম হন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen