জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে কোকেন-সহ গ্রেপ্তার হওয়া বিজেপি নেত্রী পামেলা গোস্বামী

যেখানে দেখা গেল বিজেপি যুবমোর্চার নেত্রী পামেলা গোস্বামীর হাত থেকে খাবার নিচ্ছে আন্দোলরত কিছু চিকিৎসক।

September 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর নিয়ে আন্দোলনে কোনও রং লাগতে দেননি জুনিয়র ডাক্তাররা। তা সে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হোক বা অগ্নিমিত্রা পাল, কোনও বিশেষ দলের লোক দেখলেই উঠেছে ‘গো ব্যাক’ স্লোগান। এবার কিছু ছবি সামনে এল। যেখানে দেখা গেল বিজেপি যুবমোর্চার নেত্রী পামেলা গোস্বামীর হাত থেকে খাবার নিচ্ছে আন্দোলরত কিছু চিকিৎসক।

কোকেন পাচারে অভিযুক্ত হয়ে জেলে যাওয়া পামেলা গোস্বামী কেন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে গিয়েছেন, সেই প্রশ্ন তুলে পদ্মশিবিরের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে তৃণমূল। শাসকদলের তরফে জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বলা হয়েছে, তাঁরা যেন এই ঘটনা ‘প্রতিরোধ’ করেন। তৃণমূলের এ-ও অভিযোগ যে, বিজেপি যে এই আন্দোলনের ‘রাজনীতিকরণ’ চাইছে, পামেলার উপস্থিতি সেটাই প্রমাণ করে দিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen