নদীয়ার পর এবার বীরভূম, টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হওয়ায় ৩ জনকে বহিষ্কার তৃণমূলের

পার্থ চট্টোপাধ্যায়ের সেই নির্দেশের পরও অধিকাংশ নির্দল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি৷

February 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

নদীয়ার পর এবার বীরভূমে৷ টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হওয়ায় ৩ নেতাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস৷ রাজ্যের নির্দেশে বৃহস্পতিবার ওই তিন তৃণমূল নেতাকে দল বহিষ্কার করা হয়েছে৷ এ দিন দুবরাজপুর পুরসভার সভাকক্ষে ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পীযূষ পান্ডের জনসভায় তিনজন প্রাক্তন কাউন্সিলারকে বহিষ্কার ঘোষণা করেন রাজ্যের ক্ষুদ্র কুঠির ও বস্ত্র শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

জেলা তৃণমূল সূত্রে খবর, যে তিনজনকে বহিষ্কার করা হয়েছে, তাঁরা ১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী ফকির বাউরী, ৬ নম্বর ওয়ার্ডের ভূতনাথ মণ্ডল এবং ১০ নম্বর ওয়ার্ডের সেখ নূর মহম্মদ।

কয়েকদিন আগে নদীয়াতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, যে বা যারা দলীয় টিকিট না পেয়ে বিভিন্ন পুরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হচ্ছে৷ নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এমনকি, দল থেকে বহিষ্কার করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি৷

পার্থ চট্টোপাধ্যায়ের সেই নির্দেশের পরও অধিকাংশ নির্দল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি৷ বাধ্য হয়ে মালদহে গিয়ে একই নির্দেশ দেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি সেক্ষেত্রে ৫ দিন সময় দিয়েছিলেন৷ কিন্তু বৃহস্পতিবার রাণাঘাটের সভাতে পূর্বের ঘোষণা অনুযায়ী বহিষ্কারের তালিকাতে সম্মতি জানান পার্থ৷ তারপরই রত্নাকর ঘোষ ও মহুয়া মৈত্র বহিষ্কারের তালিকা ঘোষণা করেন৷ একই রকম ভাবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দুবরাজপুরের নেতাদের বহিষ্কার ঘোষণা করেন৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen