বিভাজনের রাজনীতিতে পা না দিতে, বিভেদকে প্রশয় না দিতে আবেদন তৃণমূলের

হাওড়ার ঘটনায় শনিবার টুইট করে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন হিংসাত্মক কোনও ঘটনা বরদাস্ত করা হবে না

June 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

হাওড়ার ঘটনায় শনিবার টুইট করে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন হিংসাত্মক কোনও ঘটনা বরদাস্ত করা হবে না ৷ দলের নেত্রীর টুইটের পর এবার তৃণমূল কংগ্রেসের তরফেও বিজেপির বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ বানিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করলেন দলের মুখপাত্র এবং তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। সাংবাদিক বৈঠকে তিনি আজ বলেন, বিজেপি রাজ্যে হিংসার রাজনীতি আমদানি করতে চাইছে৷’

এদিন সাংবাদিক বৈঠকে সুখেন্দুশেখর বলেন, বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্যের জন্যই রাজ্যের শান্তির পরিবেশ বিঘ্নিত হয়েছে। কেন্দ্রের এই বিজেপি সরকার না পারছে মানুষকে শান্তি দিতে, না পারছে মানুষকে নিরাপত্তা দিতে। কাশ্মীরের পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিজেপি সরকার মানুষকে ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ। কাশ্মীরি পণ্ডিতদের নির্বিচারের হত্যা করা হয়েছে। এর জবাব দিক কেন্দ্রের বিজেপি সরকার, আওয়াজ ওঠান সুখেন্দু।

সুখেন্দুশেখর তাঁর দলের তরফ থেক রাজ্যবাসীর কাছে উস্কানিকে প্রশয় না দেওয়ার আবেদন জানান৷ তিনি বলেন, মানুষের রায়ে প্রত্যাখ্যাত হয়ে বিজেপি বিভাজনের রাজনীতি করছে৷ তিনি বলেন, বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না৷ মোদীর জমানায় লক্ষাধিক দাঙ্গা হয়েছে৷

সুখেন্দুশেখর বলেন, তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ-আন্দোলনের বিরোধী নন৷ তিনি শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে৷ কিন্তু বিজেপি নেতারা উস্কানিমূলক মন্তব্য করছেন৷ তারা সেনাবাহিনী নামানোর কথা বলছেন৷ এসব কথা বলে হিংসার রাজনীতি আমদানি করতে চাইছেন ৷ তাই বিভাজনের রাজনীতিতে পা না দিতে এবং বিভেদকে প্রশয় না দিতে আবেদন করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen