নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেপ্তারের পর ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে তাঁদের।

May 17, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi


আজ সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আচমকা এদের বাড়িতে গিয়ে গ্রেপ্তার করা হয়। নারদকাণ্ডে আরেক অভিযুক্ত সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই। খবর সূত্রের। নারদ-মামলায় একই অভিযোগ থাকা সত্ত্বেও কেন গ্রেপ্তার নয় মুকুল রায়, শুভেন্দু অধিকারী? বিজেপিতে যোগ দেওয়ার জন্যই কি ছাড়? প্রশ্ন তৃণমূলের।

তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেপ্তারের পর ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে তাঁদের। ইতিমধ্যেই নিজাম প্যালেসের গেটের বাইরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। উত্তেজনা এলাকায়।

নারদ-মামলায় তৃণমূল কংগ্রেসের তিন নেতা-মন্ত্রীকে সিবিআই গ্রেপ্তার করার কিছুক্ষণের মধ্যেই নিজাম প্যালেসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়।সূত্রের দাবি, তিনি সিবিআই আধিকারিককে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনজনকে গ্রেপ্তার করলে তাঁকেও গ্রেফতার করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen