বিক্ষোভ এড়াতে গভীর রাতে শেষকৃত্য- জানাল উত্তরপ্রদেশ সরকার

নির্যাতিতার দেহ গভীর রাতে তাঁর পরিবারের অনুমতি না নিয়েই পুলিশ পুড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ করে গোটা দেশ।

October 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

হাথরাস কান্ড নিয়ে উত্তাল গোটা দেশ। তার ওপর এই ঘটনার পর থেকেই উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বার বার।

নির্যাতিতার দেহ গভীর রাতে তাঁর পরিবারের অনুমতি না নিয়েই পুলিশ পুড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ করে গোটা দেশ। এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনের ভূমিকা।

এই মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দায়ের করে জানানো হয়েছে যে, উত্তরপ্রদেশ সরকার চায় সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক হাথরস মামলায় সিবিআই তদন্ত।

এবার সুপ্রিম কোর্টে হাথরসের ঘটনা নিয়ে শুনানিতে কেন গভীর রাতে নির্যাতিতার দেহের শেষকৃত্য করা হয়, তা জানাল উত্তরপ্রদেশ সরকার। তাদের যুক্তি, হিংসাত্মক ঘটনা এড়াতেই এই পদক্ষেপ। সরকার জানায়, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতিজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই প্রশাসনের কর্তারা নাকি পরিবারকে রাজি করিয়েই বিক্ষোভ এড়াতে গভীর রাতে, নির্যাতিতার শেষ কৃত্য সম্পন্ন করেছে। এমনটাই জানাল সরকার পক্ষের আইনজীবী।

উল্লেখ্য, এই মামলায় সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়। এই পিটিশনে সিবিআই তদন্ত বা অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। মামলা উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত করার দাবিও পিটিশনে জানানো হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen