মোদীর অপদার্থতা ঢাকতেই বলির পাঁঠা হর্ষ বর্ধন!
মোদীর ভাব মূর্তিকে কালিমামুক্ত করতেই বিজেপি সব দোষ হর্ষ বর্ধনের ওপরে চাপালো বলে মনে করছে রাজনৈতিক মহল।

আজ বুধবার সন্ধ্যেবেলা মন্ত্রিসভা সম্প্রসারণের কথা ঘোষণা করা হবে। কিন্তু তার আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন (dr harshvardhan(। কী কারণে স্বাস্থ্য মন্ত্রীর পদ থেকে তিনি সরে গেলেন তা অবশ্য জানা যায়নি। মোদীর কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রসারণের পর আরও বেশ কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। অন্যদিকে কয়েকজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করা হতে পারে।
করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গের সময় অক্সিজেন, হাসপাতালসহ একাধিক চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিয়েছিল দেশজুড়ে। দেশ বিদেশ থেকে অক্সিজেন এনে সংকট মোকাবিলা করতে হয়েছিল। দেশের টিকা কর্মসূচি নিয়েও একাধিক প্রশ্ন উঠেছিল। সংকট এতটাই তীব্র ছিল যে টিকাকর্মসূচিতে হস্তক্ষেপ করতে হয়েছিল সুপ্রিম কোর্টকে। আর এবার স্বাস্থ্য মন্ত্রকের পদ থেকে সরে গেলেন হর্ষ বর্ধন।
প্রশ্ন উঠছে মোদীর (Narendra Modi) অপদার্থতা ঢাকতেই কি বলির পাঁঠা করা হল হর্ষ বর্ধনকে। কারণ দেশের চিকিৎসা পরিকাঠামোর এই দুরাবস্থার জন্যে প্রত্যক্ষ ভাবে দায়ী প্রধানমন্ত্রী এবং তাঁর নেওয়া ভুল সিদ্ধান্ত। বিদেশে অক্সিজেন, টিকা রপ্তানি প্রধানমন্ত্রীরই সিদ্ধান্ত ছিল। যার মাসুল দিতে হয়েছে দেশবাসীকে। কিন্তু বেশি কিছু রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে মোদীর ভাব মূর্তিকে কালিমামুক্ত করতেই বিজেপি সব দোষ হর্ষ বর্ধনের ওপরে চাপালো বলে মনে করছে রাজনৈতিক মহল।