আজ ভার্চুয়াল একুশে জুলাই, বুথে বুথে শ্রদ্ধা জানাবে তৃণমূল

করোনার জেরে সমাবেশ ভেস্তে গেলেও ভার্চুয়াল সমাবেশে তাক লাগাতে চায় ঘাসফুল শিবির।

July 21, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনাভাইরাস পরিস্থিতিতে এবার ‘একুশে জুলাই’-এর সমাবেশ হবে না। বুথস্তরে দলীয় কর্মীরা শহিদদের শ্রদ্ধা জানাবেন। তারপর দলীয় কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল বক্তৃতা দেবেন তৃণমূল সুপ্রিমো।

আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এবারের ‘একুশে জুলাই’ ছিল তৃণমূল সবথেকে বড় কর্মসূচি। করোনার জেরে সমাবেশ ভেস্তে গেলেও ভার্চুয়াল সমাবেশে তাক লাগাতে চায় ঘাসফুল শিবির। 

আজ দুপুর একটা থেকে দুটো পর্যন্ত বুথস্তরে দলের নেতা এবং কর্মীরা যাবতীয় সুরক্ষাবিধি মেনে ছোটো জমায়েত করবেন। দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত মমতা বন্দ্য়োপাধ্যায় দলের নেতা এবং কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল ভাষণ দেবেন।

বুথস্তরে দলীয় পতাকা তুলে শহিদদের শ্রদ্ধা জানানো হবে। সেখানে দলের বিধায়ক এবং সাংসদরা থাকতে পারেন। পাশাপাশি রাজ্যস্তরে সেই কর্মসূচি পালনের ভার দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতাদের উপর। পরে মমতার ভাষণের ফেসবুকে লাইভ করা হবে। 

এক ঘণ্টার ভাষণেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ একুশের নির্বাচনের রণনীতি এবং প্রচারের অভিমুখ নির্ধারণ করে দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen