আজ নবান্নে মন্ত্রিসভার তৃতীয় বৈঠক, ঘূর্ণিঝড় আর করোনাই প্রধান বিষয়

যদিও তিনি বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে করোনা ও ঘূর্ণিঝড় নিয়ে দু’দফা বৈঠক করেছেন।

May 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা আর আসন্ন ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)। লড়াই এখন দুই ‘শত্রু’র বিরুদ্ধেই। সজাগ নবান্ন। আজ, সোমবার দুপুর তিনটে নাগাদ নবান্নে বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তৃতীয় সরকারের মন্ত্রিসভার তৃতীয় বৈঠক করবেন নবান্নে। থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ রায়, পুলক রায়, সুজিত বসু প্রমুখ। তবে ফিরহাদ হাকিম বাড়ি থেকে বৈঠকে অংশগ্রহণ করবেন কি না, জানা যায়নি। যদিও তিনি বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে করোনা ও ঘূর্ণিঝড় নিয়ে দু’দফা বৈঠক করেছেন।

ঘূর্ণিঝড় যশ নিয়ে রাজ্য সরকার যে সবরকম প্রস্তুতি নিয়েছে, আজকের মন্ত্রিসভার বৈঠকে সে সম্পর্কে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে, গত সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। সেখানে নিজাম প্যালেস থেকেই টেলিকনফারেন্সের মাধ্যমে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান পরিষদ সহ তিনটি প্রস্তাব পাশ হয়েছিল সেদিন।

আজ বৈঠকে ঘূর্ণিঝড় ছাড়া অন্য কোনও বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন কি না, সেটাই দেখার। এদিকে ঘূর্ণিঝড়ের জন্য মুখ্যমন্ত্রী মঙ্গল ও বুধবার নবান্নে থাকবেন বলে ঠিক করেছেন। গত বছরের মতো, তাই নবান্ন ছাড়া উপান্ন ভবনও প্রস্তুত রাখা হয়েছে। দোতলা ভবনে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। যেখান থেকে ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রাখবেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen