হেমন্তের সেরা দশ

তাঁরই গুণমুগ্ধ হেমন্ত মুখোপাধ্যায়, যাঁকে তাঁর গায়কীর দৌলতে একসময় ‘ছোট পঙ্কজ’ বলে ডাকতো কলকাতার গান মহল।

September 26, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

হেমন্ত মুখোপাধ্যায়ের সেরা দশটি গান বাছার মতো কঠিন কাজ হয়তো আর হতে পারে না। অবিস্মরণীয়, অনবদ্য, কালজয়ী, যে কোন বিশেষণই তাঁর জন্যে যথেষ্ট হবে না। বলা হয়, নিখুঁত ‘ব্যারিটোন ভয়েস’ বলতে যা বোঝায়, তা ভারতের চলচ্চিত্র জগতে স্রেফ দুজন গায়কের ছিল – এক, পঙ্কজ মল্লিক; দুই, তাঁরই গুণমুগ্ধ হেমন্ত মুখোপাধ্যায়, যাঁকে তাঁর গায়কীর দৌলতে একসময় ‘ছোট পঙ্কজ’ বলে ডাকতো কলকাতার গান মহল।  

বাঙলা এবং হিন্দি, এই দুই ভাষাতেই অবাধ বিচরণ ছিল হেমন্ত বাবুর। সিনেমার গান হোক, বা রবীন্দ্রসঙ্গীত, বা আধুনিক, গায়ক হিসেবে সব ক্ষেত্রেই  সমানভাবে স্বাচ্ছন্দ্য ছিলেন তিনি। সুরকার হিসেবেও বারবার প্রমাণ দিয়ে গিয়েছেন অগাধ বৈচিত্র্যের। 

একদিকে পশ্চিমী শাস্ত্রীয় সঙ্গীতের ভক্ত ছিলেন, অন্যদিকে ভারতীয় সঙ্গীতের নানা আঙ্গিকও ছিল তাঁর নখদর্পণে। তাই একদিকে যেমন রয়েছে ‘মণিহার’ ছবিতে শাস্ত্রীয় আঙ্গিক ‘কে যেন গো ডেকেছে আমায়’, আবার অন্যদিকে রয়েছে ‘পলাতক’ ছবিতে মেঠো সুরে ‘জীবনপুরের পথিক রে ভাই’।

শুনে নিন এই গায়কের বিভিন্ন আঙ্গিকের গানঃ

১। জীবনপুরের পথিক রে ভাই (পলাতক, ১৯৬৩); কথা: মুকুল দত্ত, কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়

২। কে যেন গো ডেকেছে আমায় (মণিহার, ১৯৬৬); কথা: মুকুল দত্ত, কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর

৩। এই রাত তোমার আমার (দীপ জ্বেলে যাই, ১৯৫৯); কথা: গৌরীপ্রসন্ন মজুমদার, কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়

৪। এই পথ যদি না শেষ হয় (সপ্তপদী, ১৯৬১); কথা: গৌরীপ্রসন্ন মজুমদার, কণ্ঠ: হেমন্ত ও সন্ধ্যা মুখোপাধ্যায়

https://youtu.be/hjS8i02AGxQ

৫। ইয়াদ কিয়া দিল নে কাহাঁ হো তুম (পতিতা, ১৯৫৩); কথা: হসরত জয়পুরি, সুর: শঙ্কর-জয়কিষণ, কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর 

৬। ইয়ে রাত ইয়ে চাঁদনী ফির কাহাঁ (জাল, ১৯৫২); কথা: সাহির লুধিয়ানভি, সুর: শচীন 

দেববর্মণ, কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়

https://youtu.be/4GfUK9Urb6I

৭। গাঁয়ের বধূ (আধুনিক); কথা ও সুর: সলিল চৌধুরী, কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়

৮। আমি ঝড়ের কাছে রেখে গেলাম (আধুনিক); কথা ও সুর: সলিল চৌধুরী, কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়

৯। আমার মাথা নত করে দাও হে (রবীন্দ্রসঙ্গীত)

https://youtu.be/Ro2EYZe88P4

১০। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন (রবীন্দ্রসঙ্গীত)

পঞ্চাশ এবং ষাটের দশকের হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী শাকিলা একবার বলেছিলেন, “হেমন্তদার গলায় সন্ধ্যাবেলার গঙ্গার ঢেউয়ের নীরবতা রয়েছে।” এবং প্রবাদপ্রতিম কবি এবং গীতিকার গুলজার তাঁর বিখ্যাত সৃষ্টি, হেমন্তের সুরে লতা মঙ্গেশকরের গাওয়া ‘খামোশি’ ছবির গান ‘হাম নে দেখি হ্যায় ইন আখোঁ কি মেহেকতি খুশবু’ সম্পর্কে বলেছিলেন, গানটির সুরে যে “পবিত্রতার” প্রয়োজন ছিল, তা একমাত্র হেমন্তই আনতে পারতেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen