IIM, IIT-তে বাড়ছে সংরক্ষিত আসনের পড়ুয়াদের ‘ড্রপ আউট’-র প্রবণতা?

লোকসভায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, ১৩,৬০০ জনের বেশি সংখ্যক সংরক্ষিত আসনের পড়ুয়া পড়া ছেড়েছেন।

December 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী আমলে দেশের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা সামনে এল, গত পাঁচ বছরে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মতো দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্রমেই কমছে সংরক্ষিত আসনে পড়তে আসা পড়ুয়াদের সংখ্যা। লোকসভায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, ১৩,৬০০ জনের বেশি সংখ্যক সংরক্ষিত আসনের পড়ুয়া পড়া ছেড়েছেন। অধিবেশনে এক প্রশ্নে উত্তরে এমনটাই জানিয়েছেন মোদীর মন্ত্রিসভার সদস্য।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউটের সংখ্যা ৪,৫৯৬ জন ওবিসি, ২,৪২৪ জন এসসি ও ২,৬২২ জন এসটি৷ IIT-র ক্ষেত্রে সংখ্যাটা যথাক্রমে ওবিসি ২০৬৬, এসসি ১০৬৮ এবং এসটি ৪০৮। IIM গুলির ক্ষেত্রে সংখ্যাটা ওবিসি, এসসি এবং এসটি-তে যথাক্রমে ১৬৮, ১৮৮ এবং ৯১ জন। তবে কি কেন্দ্র সরকারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংখ্যালঘু, তফসিল জাতির পড়ুয়ারা কোনও রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন? নাকি পড়ার আদৰ্শ পরিবেশ পাচ্ছেন না পড়ুয়ারা? পরিসংখ্যান ঘিরে উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen