পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার রক্ষায় CEO-র দ্বারস্থ তৃণমূল, উঠল SIR প্রক্রিয়া বদলের দাবি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২০: ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের ভোটাধিকার কি সংকটের মুখে? ভোটার তালিকা সংশোধন ও SIR শুনানিতে সশরীরে উপস্থিত থাকতে পারছে না তারা। ফলে নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে শনিবার সরাসরি নির্বাচনী আধিকারিকের (CEO) দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।
রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার সুনিশ্চিত করতে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া রুখতে তৎপর তৃণমূল। আজ দলের এক প্রতিনিধি দল সিইও দপ্তরে গিয়ে এই মর্মে তাদের দাবি পেশ করে। তৃণমূলের অভিযোগ, ত্রুটিপূর্ণ ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার জেরে বাংলার বহু শ্রমিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার বহু মানুষ পেটের তাগিদে ভিনরাজ্যে বা ভিনজেলায় কাজ করেন। এরা মূলত দিনমজুর, নির্মাণ শ্রমিক, কারখানার কর্মী বা গৃহ সহায়িকা। জীবিকার প্রয়োজনে ঘরবাড়ি ছেড়ে থাকা এই মানুষদের পক্ষে ভোটার তালিকা সংশোধনের শুনানির (SIR Hearing) জন্য হঠাৎ করে নিজের গ্রামে ফিরে আসা কার্যত অসম্ভব।
তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন পার্থ ভৌমিক, ডঃ শশী পাঁজা, শিউলি সাহা, পুলক রায় এবং বীরবাহা হাঁসদা। তাঁদের বক্তব্য, শুনানির জন্য গ্রামে ফিরলে এই শ্রমিকদের শুধু যে আর্থিক ক্ষতি হয় তাই নয়, অনেক ক্ষেত্রে কাজ হারানোরও ঝুঁকি থাকে। অথচ বর্তমান নিয়মে, শুনানিতে সশরীরে উপস্থিত না থাকতে পারলেই ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। দলের মতে, শুধুমাত্র জীবিকার সন্ধানে বাইরে থাকার কারণে কোনও নাগরিকের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায় না।
তৃণমূলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দেশের বা রাজ্যের উন্নয়নে এই শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাই তাঁদের নাম যাতে কোনওভাবেই ভোটার তালিকা থেকে মুছে না যায়, তার জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে আইনি, রাজনৈতিক এবং নৈতিক, সবরকম লড়াই চালিয়ে যাবে তৃণমূল কংগ্রেস।
Today, our delegation visited the office of the Chief Electoral Officer, West Bengal, to raise a powerful voice on behalf of Bengal’s migrant workers.
These are daily wage earners, construction labourers, factory helpers, domestic workers, who leave their homes and families not… pic.twitter.com/ok0SD8sYDH
— All India Trinamool Congress (@AITCofficial) January 10, 2026