পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদের সঙ্গে সঙ্গেই নির্বাচনী প্রচার, গোরুর গাড়িতে জাভেদ খান!

সুসজ্জিত গোরুর গাড়িতে চড়ে ভোটদাতাদের দুয়ারে পৌঁছলেন প্রার্থী। গাড়ির গায়ে লেখা ছিল, ‘কসবা নিজের ভূমিপূত্রকেই চায়।’

March 13, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

একদিকে বাড়ছে পেট্রোপণ্যের দাম। আরেকদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে চলছে কৃষক আন্দোলন। এহেন পরিস্থিতিতে গোরুর গাড়িতে করেই অভিনব ভোট প্রচার করলেন কসবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ খান (Javed Khan)। শনিবার সকালে বাইপাস থেক শুরু হয় ওই অভিনব মিছিল। সুসজ্জিত গোরুর গাড়িতে চড়ে ভোটদাতাদের দুয়ারে পৌঁছলেন প্রার্থী। গাড়ির গায়ে লেখা ছিল, ‘কসবা নিজের ভূমিপূত্রকেই চায়।’

বর্ষীয়ান নেতা এদিন অভিযোগ, অনুযোগ শুনলেন সকলের। আশ্বস্তও করলেন নিজের চিরাচরিত ভঙ্গিতে। জাভেদ খানের কথায়, ‘আমি আজ শুধুমাত্র ভোট প্রচার করছি না। বরং পেট্রোল, ডিজেল, জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি কৃষকদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদও করছি। কেন্দ্রীয় সরকার কৃষকদের উপর কালো আইন চাপিয়ে দিয়েছে, যার প্রতিবাদ করা অত্যন্ত জরুরি বলেই আমার মত।’ তিনি আরও বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আগেই পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদ যখন শুরু হয়েছে, তখন তা আরও জোরদার করে তোলা আমাদের দায়িত্ব।’ কিন্তু আচমকা গোরুর গাড়িতে চেপে প্রচারের ভাবনা কেন? নেতার জবাব, ‘BJP র হঠকারি সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করতে গেলে সকলকে একজোট হতে হবে। প্রতীকী প্রতিবাদ এটি। অহিংস আন্দোলনের মাধ্যমেই আমরা মানুষের কাছে আজকের ইস্যুগুলি তুলে ধরতে চেয়েছি। ব্যালটে মানুষ প্রমাণ করবেন যে BJP-র সিদ্ধান্তগুলি কতটা ভুল।’

শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছিল অভিনব ওই ভোট প্রচার। কসবার ৯১ নম্বর ওয়ার্ডের নাগ সুইটসের সামনে থেকে আর কে চ্যাটার্জি রোড অবধি চলে ওই বিশেষ মিছিল। ভোটের বাদ্যি বাজতে শুরু করে সকাল থেকেই। গোরুতে টানা গাড়ির উপর থেকেই নেতা জনসংযোগ সারলেন এদিন। হাত মেলালেন উৎসাহী জনতার সঙ্গে। আশ্বাস দিলেন। তৃণমূল বিধায়ক পদ প্রার্থীর এহেন প্রচার দেখে চমকে গিয়েছিলেন অনেকেই।

কসবা এলাকার অলি গলিতে মিছিল করেন জাভেদ খান। তাঁর সঙ্গে এদিন মিছিলে সামিল হয়েছিলেন তৃণমূল কর্মীরা। কারও হাতে তেরঙা বেলুন, কেউ পড়েছেন তৃণমূল কংগ্রেস লেখা শাড়ি। কারও টিশার্টে আবার চেনা স্লোগান খেলা হবে। গোরুর গাড়ির গায়েও ছিল ‘খেলা হবে’ ট্যাগ লাইনটি। এছাড়াও কৃষি আইন দেশের পক্ষে কেন ভালো নয়, সেটিও বুঝিয়ে দেওয়া হয়েছিল পোস্টারের মাধ্যমে। নেতাকে দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন অনেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen