বিজেপির বিরুদ্ধে পাল্টা মিছিল তৃণমূলের
বিজেপি যখন বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিচ্ছে, তখন পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।

বিজেপির নবান্ন অভিযানের দিনে পথে নেমে সরব হল তৃণমূল। হাতরাস নিয়ে বিজেপিকে চড়া সুরে বিঁধল দলের মহিলা শাখা। বিজেপি দলিত-বিরোধী, এই তকমা দেওয়া হয়েছে। দলিতদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন মিছিল করেছেন, তেমনই নির্দেশ দিয়েছেন, দলের সব শাখাকে কর্মসূচি পালন করতে। শহরতলি, জেলার প্রতিটি ব্লক ও ওয়ার্ডে কর্মসূচি নেওয়া হয়েছে। টানা কর্মসূচি নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। বৃহস্পতিবার তারা মিছিল করে দক্ষিণ কলকাতায়। ঘটনাচক্রে এদিনই ছিল বিজেপির নবান্ন অভিযান। বিজেপি যখন বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিচ্ছে, তখন পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।
বলা হয়েছে, ভারতে সব জাতি-বর্ণ-ধর্মের সহাবস্থান। কিন্তু দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে বিজেপি। এদিন যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করেন তৃণমূলের মহিলা শাখার নেতা-কর্মীরা। অগ্রভাগে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এমপি মালা রায়। নেতৃত্বের বক্তব্য, তৃণমূল গণতান্ত্রিক পদ্ধতি মেনে শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ মিছিল করে। আর বিজেপির মিছিল থেকে শান্তি নষ্ট করতে। বিজেপির মিছিল থেকে পাওয়া যায় বোমা, বন্দুক। ওদের আসল উদ্দেশ্য কি, তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে দাবি করেন নেত্রীরা।