আজ বিকেলেই নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

তৃণমূল কংগ্রেস একাধিক বার এ নিয়ে সরবও হয়েছে। কিন্তু এ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্র।

July 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যে সাতটি বিধানসভা আসনে নির্বাচন বাকি রয়েছে। তার মধ্যে পাঁচটি আসনে উপনির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনগুলিতে দ্রুত নির্বাচন করার দাবি জানিয়ে আসছে তৃণমূল (Trinamool Congress)।

তৃণমূল কংগ্রেস একাধিক বার এ নিয়ে সরবও হয়েছে। কিন্তু এ নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি কেন্দ্র। কেন্দ্রের এই ‘অবস্থান’ সম্পর্কে আজ বিকেল সাড়ে ৪টেতে দিল্লিতে নির্বাচন কমিশনে (Election Commission of India) যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।

৬ সুদস্যের ওই দলে থাকার কথা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায় এবং কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূল নেতারা নির্বাচনের পক্ষে কমিশনের কাছে কী কী যুক্তি দেন— বৃহস্পতিবার নজর থাকবে সে দিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen