কতগুলি নকল এপিক কার্ড ইস্যু করা হয়েছিল, জানতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে মঙ্গলবার যাবে তৃণমূলের প্রতিনিধি দল

এক এপিক নম্বর। দুই ভোটার কার্ড। এক জন বাংলার বাসিন্দা। অন্য জন ভিন্‌রাজ্যের। তৃণমূলের দাবি, বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি চাইছে তৃণমূল কংগ্রেস। ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে তুমুল বিতর্ক শুরু হওয়ার পর নকল পরিচয়পত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে জানাতে বাধ্য হয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তারা জানিয়েছে আগামী তিন মাসের মধ্যে চালু হতে চলেছে ইউনিক ভোটার কার্ড। এর লক্ষ্য একটাই, যেন প্রতিটি ভোটারের একটিই বৈধ পরিচয় থাকে। এর ফলে ভারতীয় ভোটার ডেটাবেস আরও নির্ভুল হবে। এবার আধার কার্ডের মতোই প্রত্যেক ভোটারের ইউনিক ভোটার কার্ড নম্বর থাকবে।

March 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এক এপিক নম্বর। দুই ভোটার কার্ড। এক জন বাংলার বাসিন্দা। অন্য জন ভিন্‌রাজ্যের। তৃণমূলের দাবি, বাংলার ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি চাইছে তৃণমূল কংগ্রেস। ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে তুমুল বিতর্ক শুরু হওয়ার পর নকল পরিচয়পত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে জানাতে বাধ্য হয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তারা জানিয়েছে আগামী তিন মাসের মধ্যে চালু হতে চলেছে ইউনিক ভোটার কার্ড। এর লক্ষ্য একটাই, যেন প্রতিটি ভোটারের একটিই বৈধ পরিচয় থাকে। এর ফলে ভারতীয় ভোটার ডেটাবেস আরও নির্ভুল হবে। এবার আধার কার্ডের মতোই প্রত্যেক ভোটারের ইউনিক ভোটার কার্ড নম্বর থাকবে।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। ডেরেক ও’ব্রায়েন, সাগরিক ঘোষরা বলছেন, তিন মাসের মধ্যে নির্বাচন কমিশন এই গুরুত্বপূর্ণ কাজটি কীভাবে সম্পন্ন করবে তা পরিষ্কার করে বলুক। পাশাপাশি তাঁদের দাবি, কতগুলি নকল এপিক কার্ড ইস্যু করা হয়েছিল তার প্রকৃত সংখ্যাটিও কমিশনকে জানাতে হবে।

এই দাবিগুলো নিয়ে আগামী মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন। সূত্র মারফৎ জানা গিয়েছে এই দলে কল্যান বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, ডেরেক ও’ব্রায়েনরা থাকবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen