রাফায়েল দুর্নীতি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানাল তৃণমূল

তৃণমূলের পক্ষ থেকে তিনি দাবি করেন, ‘আমরা চাই সমস্ত তথ্য জনগণের সামনে আনা হোক, সংসদে পেশ করা হোক, ওই ফরাসি কোম্পানিকে দেশে ব্ল্যাক লিস্টেড করা হোক এবং এই ঘটনার নির্বিঘ্নে উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক।’

April 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘পৃথিবীর সব থেকে বড় দুর্নীতিপরায়ণ দল বিজেপি (BJP)।’ রাফায়েল কেলেঙ্কারি (Rafale Scam) প্রসঙ্গে বিজেপিকে এইভাবেই সাংবাদিক বৈঠকে বিঁধলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, ‘ফরাসি যুদ্ধ বিমান কোম্পানি দাসল্ট, রাফায়েল চ্যুক্তির সময় ভারতের এক দালালকে ৮ কোটি ৬২ লক্ষ টাকা ঘুষ দেয়। ফরাসি সংবাদ পত্র ‘দ্য পার্ট’- এ এই খবর প্রকাশিত হয়েছে। এক ফরাসি এনজিও, শেরপা সেদেশের সরকারি তদন্ত সংস্থাকে রাফায়েল দুর্নীতির বিষয়ে তদন্ত করার অনুরোধ জানায়। কিন্তু কোন রহস্যময় কারণে সেই তদন্ত থেমে যায়।’

তৃণমূলের সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, ‘রাফায়েল নিয়ে ফ্রান্সে দুর্নীতির তথ্য এসেছিল আগেই। ভারতের মতো সেখানেও পরে সবকিছু আড়াল হয়ে যায়। রাফায়েল চুক্তিতে ঘুষের কথা গতকাল বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কার্যত মেনে নিয়েছেন। বলেছেন এটি একটি কর্পোরেট ওয়ার। তার মানে তিনি এটা স্বীকার করে নিয়েছেন যে ঘুষ দেওয়া হয়েছিল।’

সাংসদের বিশ্বাস এ বিষয়ে অনেক কিছুই জানেন রবি শঙ্কর প্রসাদ। অনেক বড় মাথাই জড়িত এই ঘটনার সাথে।

তৃণমূলের পক্ষ থেকে তিনি দাবি করেন, ‘আমরা চাই সমস্ত তথ্য জনগণের সামনে আনা হোক, সংসদে পেশ করা হোক, ওই ফরাসি কোম্পানিকে দেশে ব্ল্যাক লিস্টেড করা হোক এবং এই ঘটনার নির্বিঘ্নে উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen