বহরমপুরে মমতার সভায় রেকর্ড ভিড়ের টার্গেট

হাতে বেশি সময় না থাকায় ওই রাত থেকেই জেলা নেতারা সভার প্রস্তুতি নিতে শুরু করে। এদিন তৃণমূলের জেলা নেতারা সভাস্থলও পরিদর্শন করেন।

February 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

৯ ফেব্রুয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় দু’লক্ষ লোক জমায়েতের টার্গেট নিয়েছে নেতৃত্ব। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার নেতারা এনিয়ে বৈঠক করেন। কোন এলাকা থেকে কত লোক আসবে, তা এদিনের বৈঠকে আলোচনা হয়। নেতৃত্বের দাবি, টার্গেটের থেকেও বহরমপুর স্টেডিয়ামে অনেক বেশি সংখ্যক লোক জমায়েত হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা নেতৃত্বকে সভা করার কথা জানানো হয়। হাতে বেশি সময় না থাকায় ওই রাত থেকেই জেলা নেতারা সভার প্রস্তুতি নিতে শুরু করে। এদিন তৃণমূলের জেলা নেতারা সভাস্থলও পরিদর্শন করেন।

মুর্শিদাবাদের তৃণমূলের (Trinamool) জেলা সভাপতি আবু তাহের খান বলেন, প্রতিটি পঞ্চায়েত থেকেই ওই সভায় লোক আসবেন। নেত্রী ওইদিন শুধু দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। সভা ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। আমরা নিশ্চিত, ওইদিন স্টেডিয়াম মাঠ উপচে পড়বে। দলের কর্মী সমর্থকরা ছাড়াও বহু সাধারণ মানুষও ওই সভায় আসবেন বলে আমাদের ধারণা। প্রসঙ্গত, মুর্শিদাবাদে বিজেপিও রথ নিয়ে আসছে। ৭ ফেব্রুয়ারি তাদের রথ রেজিনগর হয়ে জেলায় ঢুকবে। তৃণমূলের জেলা সভাপতি বলেন, বিজেপি গণ্ডগোল পাকাতে চাইছে। কিন্তু আমরা সবাইকে অনুরোধ করব ওদের প্ররোচনায় যেন কেউ পা না দেয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen