৩৩ ঘন্টায় ৫ লক্ষ বার শেয়ার হল তৃণমূলের নতুন স্লোগান

তৃণমূলের স্লোগান এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানুষের উদ্দীপনা সামাজিক মাধ্যমে আরো একবার নতুন ইতিহাস গড়ল।

February 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভোট যুদ্ধের জন্যে (West Bengal Election 2021) প্রস্তুত বাংলার সব রাজনৈতিক দল। ভোটের সাথে আরো যে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলি বিশেষ গুরুত্ব দেয় তা হল স্লোগান। এক এক দলের এক এক বাহারি স্লোগান। কোন স্লোগান কতো মানুষের মন কাড়লো তাতেও অনেকটাই প্রভাবিত হয় ভোট বাক্স।

সম্প্রতি তৃণমূলের বিধানসভা ভোটের শ্লোগান আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ (Bangla Nijer Meyekei Chay)। আর এই স্লোগান ভেঙে দিল সমস্ত ডিজিটাল রেকর্ড। সামাজিক মাধ্যমে মুক্তি পাওয়ার মাত্র ৩৩ ঘন্টার মধ্যেই ৫ লক্ষ বার শেয়ার হল এই স্লোগান।

তৃণমূলের (Trinamool) স্লোগান এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে মানুষের উদ্দীপনা সামাজিক মাধ্যমে আরো একবার নতুন ইতিহাস গড়ল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen