‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’- ২৬শের উত্তাপ বাড়িয়ে নতুন থিম সং প্রকাশ তৃণমূলের

January 10, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং বিরোধীদের কড়া বার্তা দিতে নতুন প্রচার গান (Campaign Song) প্রকাশ্যে আনল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC)। ‘আবার জিতবে বাংলা’- এই শিরোনামেই নতুন গানটি লঞ্চ করল ঘাসফুল শিবির।

দলের অফিশিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে এই গানটি শেয়ার করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই গান কেবল প্রচারের অংশ নয়, এটি বাংলার প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ার জন্য প্রস্তুত। গানের ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই ক্যাপশনে লেখা হয়েছে এক ঝাঁঝালো বার্তা। দলের দাবি, এই গানে মিশে রয়েছে বাংলার মাটির ‘অদম্য শক্তি’ এবং ‘স্পন্দন’। লক্ষ লক্ষ মানুষ, যাঁরা কোনও চাপের মুখে মাথা নত করতে নারাজ, তাঁদের সংকল্পই এই গানের মধ্যে দিয়ে ফুটে উঠেছে।

ভিডিওটি পোস্ট করে তৃণমূল কংগ্রেস লিখেছে, “ষড়যন্ত এবং আক্রমণের বিরুদ্ধে একজোট হয়ে গর্জন করে ওঠার গান এটি। এটি আমাদের প্রতিরোধের হৃৎস্পন্দন, আমাদের গর্বের সঙ্গীত এবং মা-মাটি-মানুষের কণ্ঠস্বর।”

গানটির মূল ট্যাগলাইন হিসেবে ব্যবহার করা হয়েছে- “যতই করো হামলা, আবার জিতবে বাংলা।”

আসন্ন নির্বাচনে এই গান দলীয় কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা সৃষ্টি করবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে এই নতুন থিম সং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen