এখনই দলের ৪০% মহিলা সাংসদ রয়েছেন লোকসভায়, কংগ্রেসকে মনে করাল তৃণমূল

মঙ্গলবার উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে প্রদেশ কংগ্রেস সদর দপ্তরে সংবাদ সম্মেলন ডেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

October 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কংগ্রেসকে উত্তর প্রদেশের জন্যে নেওয়ার নীতি সারা দেশের জন্যেই নেওয়ার পরামর্শ দিল তৃণমূল কংগ্রেস।

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে নারীদের ওপরই ভরসা করছে কংগ্রেস। মঙ্গলবার উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে প্রদেশ কংগ্রেস সদর দপ্তরে সংবাদ সম্মেলন ডেকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমার ক্ষমতা থাকলে ৫০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণ করতাম। কিন্তু তা হচ্ছে না। ৪০ শতাংশ টিকিট নারীদের দেওয়া হবে।’ তিনি জানান, নির্বাচনে লড়তে ইচ্ছুক মহিলাদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে টিকিটের জন্য আবেদন করতে হবে। প্রার্থী মনোনয়ন করা হবে যোগ্যতার ভিত্তিতে। এই সিদ্ধান্ত সেই মহিলাদের জন্য, যাঁরা প্রকৃত পরিবর্তন চান।

কংগ্রেসের এই সিদ্ধান্তকে প্রশংসা করলেও, তৃণমূলের তরফ থেকে একটি টুইট করে বলা হয়, আশা করছি কংগ্রেসের এই সিদ্ধান্ত দেশের কথা ভেবে, কোন রাজনৈতিক ফায়দা লুটতে নয়।

আরও একটি টুইটে রাজ্যের শাসক দল কংগ্রেসকে মনে করিয়ে দেয়, যে ইতিমধ্যেই তৃণমূলের ৪০% মহিলা সাংসদ রয়েছেন লোকসভায়।

সবশেষে তৃণমূলের তরফ থেকে পরামর্শ দেওয়া হয় যে, শুধুমাত্র উত্তরপ্রদেশ নয় নারী ক্ষমতায়নের এই নীতি গোটা দেশের জন্যেই নিক কংগ্রেস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen