বিজেপির ‘গুজরাতি’ ইস্তাহারকে কটাক্ষ তৃণমূলের

দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, অমিত শাহ বাংলায় শুধু মিথ্যার জাল বুনছেন। প্রার্থী থেকে ইস্তাহার সবেতেই তৃণমূলকে দরকার বিজেপির।

March 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পদ্ম শিবিরের ইস্তাহার প্রকাশ নিয়ে ট্যুইটারে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘ট্যুরিস্ট গ্যাং জুমলাবাজরা যেভাবে এক গুজরাতির হাত দিয়ে বাংলার নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল, তা হাস্যকর! একটি রাজনৈতিক দল, যারা বাংলায় ২৯৪টি আসনে পর্যাপ্ত প্রার্থী খুঁজে পাচ্ছিল না, তারা এখন ইস্তাহার প্রকাশেও স্থানীয় নেতৃত্ব খুঁজে পেল না।’ তৃণমূলের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজেপি একটি জুমলাবাজদের দল। তাঁরা ভোটের আগে যাবতীয় প্রতিশ্রুতি দিলেও সেগুলি আদতে মিথ্যা। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, অমিত শাহ বাংলায় শুধু মিথ্যার জাল বুনছেন। প্রার্থী থেকে ইস্তাহার সবেতেই তৃণমূলকে দরকার বিজেপির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen