মোদী-শাহ নির্বাচন নিয়ে যত ভাবছেন, তার খানিকটাও করোনা মোকাবিলা নিয়ে ভাবলে এই অবস্থা হত না: তৃণমূল

টুইটে নিজের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। যেখানে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে তিনি বলছেন, ‘যেকোন সংকটের সাথে লড়াই করতে সবার আগে যেটা প্রয়োজন সেটা হল বিনম্রতা। হাত তুলে আপনি স্বীকার করে নিন, আপনার নেওয়া পদক্ষেপগুলি ভুল ছিল।’

April 21, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মুখ্যমন্ত্রীর পর এবার ভ্যাক্সিন কেনার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের ক্রয়মূল্যের ফারাক নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন (Derek Obrien)।

টুইটে নিজের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। যেখানে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে তিনি বলছেন, ‘যেকোন সংকটের সাথে লড়াই করতে সবার আগে যেটা প্রয়োজন সেটা হল বিনম্রতা। হাত তুলে আপনি স্বীকার করে নিন, আপনার নেওয়া পদক্ষেপগুলি ভুল ছিল।’

তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘মোদী-শাহ একটি রাজ্যের নির্বাচনে যতটা মনোনিবেশ করছেন, তাঁর খানিকটাও যদি করোনা মোকাবিলা, ভ্যাক্সিনের বিষয়ে ভাবতে করতেন, তাহলে দেশ আজ এই সংকটের সামনে এসে দাঁড়াত না।’

তিনি ভ্যাক্সিনের (Covid Vaccine) দাম নিয়েও প্রশ্ন তোলেন। যেখানে প্রধানমন্ত্রী এক দেশ, এক সবকিছুর কথা বলছেন সেখানে কেন্দ্র এবং রাজ্যের ভ্যাক্সিন ক্রয়মূল্যে কেন এই বিস্তর ফারাক তা জানতে চান সাংসদ।

প্রসঙ্গত, কেন্দ্র যেই ভ্যাক্সিন ১৫০ টাকায় কিনছে, রাজ্যসরকারকে সেই ভ্যাক্সিন কিনতে হচ্ছে ৪০০ টাকায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen