করোনার টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রীর দীর্ঘ বক্তৃতায় উঠে এলো বহু কথা। কিন্তু করোনার সাথে মোকাবিলার কোন সমাধান বাতলালেন না প্রধানমন্ত্রী। আর এই বিষয়েই প্রহসন করে ডেরেক বলেন টেলিপ্রম্পটার দেখে আজে বাজে বকছেন। ভ্যাক্সিনের বিষয়ে বলুন।

April 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘কথার জালে মানুষকে ভুল বোঝাচ্ছেন। ভ্যাক্সিন কোথায়?’ প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণের পর এভাবেই তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল (Trinamool) কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনা (Covid 19) সংক্রমণের দ্বিতীয় ঢেউ। রূপ পালটে এবার আরও ভয়ানক হয়েছে আণুবীক্ষণিক জীবটি। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

প্রধানমন্ত্রীর দীর্ঘ বক্তৃতায় উঠে এলো বহু কথা। কিন্তু করোনার সাথে মোকাবিলার কোনও সমাধান বাতলালেন না প্রধানমন্ত্রী। আর এই বিষয়েই প্রহসন করে ডেরেক বলেন টেলিপ্রম্পটার দেখে আজে বাজে বকছেন। ভ্যাক্সিনের বিষয়ে বলুন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি চিঠিও পোস্ট করেন সাংসদ। যেখানে রাজ্যবাসীকে টিকা দিতে চেয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। ডেরেক লেখেন, মুখ্যমন্ত্রী এই চিঠি ফেব্রুয়ারীতে লিখেছিলেন, এখনো কোন উত্তর আসেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen