‘২৫০ আসন নিয়ে বাংলায় সরকার গড়বে তৃণমূল’ – বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের রাজ্যে ক্ষমতায় ফিরবে, গেরুয়াশিবিরকে এমন চ্যালেঞ্জ জানালেন তিনি।

February 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) আড়াই শো-রও বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে তৃণমূল, এমনই দাবি করলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার দলের তফসিলি জাতি-তফসিলি উপজাতি সেলের সভায় এদিন বক্তব্য রাখেন অভিষেক। সেখান থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ শানান তিনি। পাশাপাশি, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের রাজ্যে ক্ষমতায় ফিরবে, গেরুয়াশিবিরকে এমন চ্যালেঞ্জ জানালেন তিনি।

ভোটযুদ্ধের কাউন্টডাউন রীতিমতো শুরু হয়ে গেছে বাংলায়। সরগরম রাজ্য-রাজনীতি। তার আগে এদিন গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূলের তফসিলি জাতি-তফসিলি উপজাতি সেলের সভা ছিল। সেই সভা থেকে বিজেপিকে (BJP) একহাত নেন অভিষেক। তাঁর অভিযোগ, দেশজুড়ে সাম্প্রদায়িকতার বীজ বুনছে বিজেপি। অশান্তি ছড়াচ্ছে। বাংলায়ও সেই সংস্কৃতির আমদানি করছে বিজেপি। পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূলের যুব সভাপতি। তাঁর দাবি, আড়াই শো-র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, এদিনের সভা থেকে ২০১৮ সালের এনসিআরবির তথ্য তুলে এনেও কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধোনা করেন তৃণমূলের (Trinamool) যুব সভাপতি। অভিষেক জানিয়েছেন, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর তফসিলি জাতি-উপজাতির উপর অত্যাচার বেড়েছে ২৬ শতাংশ। তিনি তুলে আনেন হাথরাসের মর্মান্তিক ঘটনার কথাও। অভিষেকের কথায়, “বিজেপিশাসিত রাজ্যে দলিত, তফসিলি জাতি-উপজাতির সদস্যদের ভয়ে ভয়ে থাকতে হয়। কিন্তু বাংলায়া সেই ভেদাভেদ নেই। বিজেপি ক্ষমতায় এলে এই সংস্কৃতি বাংলায়ও আসবে।” পাশাপাশি অভিষেকের চ্যালেঞ্জ, বাংলায় এই সংস্কৃতির আমদানি করতে পারবে না বিজেপি। কারণ বাংলায় বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূলই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen