বর্ধমানে খুন তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপি’র বিরুদ্ধে

অভিযোগ, বৃহস্পতিবার সন্ধেয় স্থানীয় রামনগরের বাসিন্দা বেজিপি কর্মী কৃষ্ণচন্দ্র হাতি ও চার-পাঁচজন ব্যক্তি হরিনাম করার নাম করে বুড়োশিবতলায় ডেকে নিয়ে যায়। এরপর রাত ৮টা নাগাদ অসীম হাজরাকে ধূমপান করতে পাশে ডেকে নিয়ে যায়। এরপরই গলায় দড়ি পেঁচিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, অসীম হাজরা ভাল খোল বাজাতেন।

July 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল বিজেপি’র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কালনায়। মৃতের নাম অসীম হাজরা ওরফে দয়াল (৩৮)। তিনি কালনার আটকেটিয়ার বাসিন্দা।

অভিযোগ, বৃহস্পতিবার সন্ধেয় স্থানীয় রামনগরের বাসিন্দা বেজিপি কর্মী কৃষ্ণচন্দ্র হাতি ও চার-পাঁচজন ব্যক্তি হরিনাম করার নাম করে বুড়োশিবতলায় ডেকে নিয়ে যায়। এরপর রাত ৮টা নাগাদ অসীম হাজরাকে ধূমপান করতে পাশে ডেকে নিয়ে যায়। এরপরই গলায় দড়ি পেঁচিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, অসীম হাজরা ভাল খোল বাজাতেন।

অসীম হাজরার পরিবারের দাবি, তিনি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। মৃতের ছেলে আশিস হাজরার অভিযোগ, ‘‘বিজেপির বুথ কর্মী কৃষ্ণচন্দ্র হাতি গত বিধানসভা নির্বাচনের পর বাবাকে প্রাণে মারার হুমকি দেয়। কারণ, বাবা তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। বৃহস্পতিবার সন্ধেয় হরিনাম করার নাম করে কৃষ্ণচন্দ্র হাতি ও চার-পাঁচজন ব্যক্তি বাবাকে ডেকে নিয়ে যায়। এরপর ওরা বাবাকে পাশে ডেকে নিয়ে গিয়ে গলায় দড়ি পেঁচিয়ে খুন করে। পরিকল্পনা করে বাবাকে খুন করা হয়েছে।’’

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen