জলপাইগুড়ির করোনা আক্রান্তদের পাশে দাঁড়াবে তৃণমূলের যুব যোদ্ধারা

এছাড়াও গরিব পরিবারগুলিকে প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাদ্য সামগ্রীও পৌঁছে দেওয়া হবে তৃণমূলের তরফ থেকে। শনিবার জেলা তৃণমূল অফিসে যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষনা করা হয়।

May 16, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

জলপাইগুড়ি পুরসভার ২৫ টি ওয়ার্ডে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে চলেছে জলপাইগুড়ি জেলা তৃণমূল ও জেলা যুব তৃণমূল (Trinamool Youth)। এই কাজের জন্য প্রতি ওয়ার্ডে ১০ জনের কমিটি গড়া হয়েছে। আক্রান্তদের বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেওয়া, বাজার করে দেওয়া সহ আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করার কাজ করবে এই কমিটি।

অন্যদিকে যেসমস্ত মানুষ অর্থের অভাবে টেস্ট করাতে পারছেন না, ওষুধ কিনতে পারছেন না, তাদের দলের তরফ থেকে সাহায্য করা হবে। এছাড়াও গরিব পরিবারগুলিকে প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাদ্য সামগ্রীও পৌঁছে দেওয়া হবে তৃণমূলের তরফ থেকে। শনিবার জেলা তৃণমূল অফিসে যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষনা করা হয়।

জেলা তৃণমূলের তরফে স্বরূপ মন্ডল, সোমনাথ পাল, যুব তৃণমূল সভাপতি সৈকত চ্যাটার্জি এই কমিটির তত্বাবধানে থাকবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen