ত্রিপুরায় তৃণমূলের শক্তি বৃদ্ধি, ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট মিশলো ঘাসফুলে

তৃণমূল ত্রিপুরা নেতৃত্বের বক্তব্য, বিজেপির বিরুদ্ধে তৃণমূলই একমাত্র লড়াই করে।

September 14, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ত্রিপুরায় শক্তি বৃদ্ধি তৃণমূলের, বিধানসভা নির্বাচনের কয়েক মাসে বাকি থাকতে ত্রিপুরায় বাড়তি অক্সিজেন পেল জোড়াফুল শিবির। এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। তৃণমূলের সঙ্গে কার্যত মিশে গেল ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংসদ সুস্মিতা দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে টিডিএফের সভাপতি পূজন বিশ্বাসের নেতৃত্বে গোটা দল তৃণমূলে যোগ দেয়।

এদিন তৃণমূলে যোগ দিয়ে ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি পূজন বিশ্বাস জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রসঙ্গত, পূজন বিশ্বাস একদা ত্রিপুরা যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছিলেন। পূজন বিশ্বাসের পিতা প্রখ্যাত আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। পীযূষ বাবুকে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পরেই পূজন কংগ্রেসের শিবির ছেড়ে আঞ্চলিক দল ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট গড়ে তোলেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট জোড়াফুল শিবিরে যোগ দেওয়ায় তৃণমূলের শক্তি অনেকটাই বৃদ্ধি পেল। অন্যদিকে তৃণমূল ত্রিপুরা নেতৃত্বের বক্তব্য, বিজেপির বিরুদ্ধে তৃণমূলই একমাত্র লড়াই করে। কংগ্রেস সহ বাকি অন্য সব দলগুলো বরাবরই বিজেপির কাছে সমর্পন করে এসেছে। আগামী দিনে ত্রিপুরায় তৃণমূল আরও শক্তি বাড়বে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের কথায়, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসই বিজেপির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen