কালীঘাটে যজ্ঞ করে বিজেপিতে যাওয়ার ‘প্রায়শ্চিত্ত’ করবেন বিধায়ক আশিস দাস

তৃণমূল যত পোক্ত করার চেষ্টা করছে সংগঠন, ত্রিপুরায় ততই প্রকাশ্যে চলে আসছে BJP-র অন্তঃদ্বন্দ্ব।

October 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

 তৃণমূল যত পোক্ত করার চেষ্টা করছে সংগঠন, ত্রিপুরায় ততই প্রকাশ্যে চলে আসছে BJP-র অন্তঃদ্বন্দ্ব। সম্প্রতি ত্রিপুরা সিভিল সার্ভিস আধিকারিকদের সম্মেলনে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্য আদালত অবমাননার সমান বলে অভিযোগ করেছিলেন যে বিজেপি বিধায়ক, সেই আশিস দাস এবার তৃণমূলের পথে। শুধু তাই নয়, ভবানীপুর উপনির্বাচনে (Bhabanipur By Poll) মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়লাভের পরদিনই ওই বিধায়ক বললেন, বিজেপিতে যাওয়ার প্রায়শ্চিত্ত করবেন তিনি আর তা করবেন সুদূর ত্রিপুরা থেকে কালীঘাটে এসে।

এদিন আশিস দাস BJP-কে রীতিমতো তুলোধনা করে বলেন, ”মুখ এবং মুখোশ কোনটা বুঝে নিয়েছে মানুষ। ফলে মা মাটি মানুষকে সমর্থন করেছে তাঁরা।” মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পরদিন এভাবেই মুখ খুললেন ত্রিপুরার বিজেপি বিধায়ক মমতাকে প্রধানমন্ত্রী দেখার আশা ব্যক্ত করে বলেন, ”ইন্দিরা গান্ধির পর আবার একজন মহিলা প্রধানমন্ত্রী দেখতে চায় ভারত। বাঙালি হিসেবে বাঙালি প্রধানমন্ত্রী দেখতে চাই আমি নিজেও।

সূত্রের খবর, আগামী কাল, মঙ্গলবার বিকেলে কালীঘাটে যজ্ঞ করবেন তিনি। কিন্তু কেন যজ্ঞ? ঘনিষ্ঠ মহলে ওই বিধায়ক জানিয়েছেন, বিজেপিতে যাওয়ার প্রায়শ্চিত্ত করবেন তিনি। তারপর আগামী ৬ তারিখ ঘাসফুল শিবিরে যোগ দেবেন। ত্রিপুরার সুরমা বিধানসভার বিজেপি বিধায়ক আশিষ দাস। দলকে এভাবে আক্রমণ শানিয়ে তৃণমূলে যোগদানের বিষয়টি নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে ত্রিপুরা বিজেপির অন্দরেও।

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের উপর ধারাবাহিক হামলা, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে মিছিল করতে না দেওয়ার মতো ঘটনায় বিপ্লব দেব সরকারের তুমুল সমালোচনা করেছিলেন আশিস। বলেছিলেন, ‘ত্রিপুরায় নাকি আইনের শাসন আছে। যদিও সেটা দেখা যাচ্ছে না। এখানে একেক জনের জন্য একেক রকম আইন রয়েছে। যেটা বাস্তব, তার সত্যতা তো আমাকে স্বীকার করতে হবেই। আমি কারও পক্ষপাতিত্ব করছি না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen