মার্কিন নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

July 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৯: ভারতীয় নাগরিকদের মতো এবার মার্কিন নিবাসীদের তথ্যও ফাঁস। গত মাসে লক্ষ লক্ষ মার্কিন নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য চলে গেছে অভিবাসন বিষয়ক দপ্তর তথা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের হাতে। এই মর্মে গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে ক্যালিফোর্নিয়া এবং আরও ১৯টি রাজ্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে।

একটি বিদেশি সংবাদ সংস্থা সূত্রে খবর, স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি’র জুনিয়র উপদেষ্টারা গত মাসে ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং ওয়াশিংটনের মানুষের ব্যক্তিগত স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সহ একটি ডেটাসেট হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন।

এই স্বাস্থ্যব্যবস্থায় মার্কিন নাগরিকদের পাশাপাশি অভিবাসীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ এর সমস্ত ব্যয়ভারই বহন করতে হচ্ছে মার্কিন করদাতাদের। ক্যালিফোর্নিয়াসহ একাধিক রাজ্যের দাবি, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে। আর এরপরই ট্রাম্পের এই ‘অনৈতিক’ উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতা।

সূত্রের খবর, নাগরিকদের নাম, ঠিকানা, সংশ্লিষ্ট ব্যক্তি অভিবাসী কি না, সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং স্বাস্থ্যবীমা সংক্রান্ত বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। বিভিন্ন রাজ্যের নেতাদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে সার্বিকভাবে যে কঠোরতা দেখা যাচ্ছে, এই পদক্ষেপ তারই ধারাবাহিকতা।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানিয়েছেন, ‘‘বহু মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সংবেদনশীল এবং ব্যক্তিগত তথ্য অবৈধ ভাবে আইসিই-র হাতে তুলে দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ দিনের যুক্তরাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। ফলে মার্কিন রাজ্যগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষ ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তারা আর জরুরি চিকিৎসা পরিষেবা নিতে চাইছেন না।”

মার্কিন স্বাস্থ্য বিভাগের মুখপাত্র অ্যান্ড্রু নিক্সন বলেন, ‘‘সমস্ত আইন মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সব সরকারি সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে নাগরিকদের, তাই শুধুমাত্র তারাই যাতে এই সরকারি সুযোগসুবিধাগুলো পান মূলত এটা নিশ্চিত করাই প্রশাসনের উদ্দেশ্য।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen