রুশ তেল নিয়ে ভারত-চীনকে নিশানা, G7-কে শুল্ক চাপানোর আহ্বান ট্রাম্প প্রশাসনের

September 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:৩৪: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক চাপ বাড়াতে এবার নতুন কৌশল নিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশাসন জি৭ (G7) গোষ্ঠীর অন্যান্য সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে, ভারত ও চীনের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করতে। কারণ, এই দুই দেশ রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করছে, যা ওয়াশিংটনের মতে, ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক জোগান হিসেবে কাজ করছে।

‘ফিনান্সিয়াল টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, জি৭-এর অর্থমন্ত্রীদের একটি ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জি৭-এ আমেরিকা ছাড়া রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান এবং যুক্তরাজ্য। মার্কিন অর্থ দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, “চীন ও ভারতের রুশ তেল ক্রয় পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তি জোগাচ্ছে। এই হত্যালীলা বন্ধ করতে হলে, সব দেশকে একযোগে পদক্ষেপ নিতে হবে”।

ট্রাম্প ইতিমধ্যেই ভারতের কিছু পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে রয়েছে রাশিয়া থেকে তেল আমদানির সঙ্গে যুক্ত পণ্য। যদিও চীন রাশিয়া থেকে আরও বেশি তেল কিনলেও, বেজিংয়ের উপর এখনও তেমন শুল্ক চাপানো হয়নি। তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

এই প্রস্তাবের পেছনে যুক্তি, রাশিয়া তেল বিক্রি করে যে অর্থ আয় করছে, তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে ব্যবহার করছে। তাই আমেরিকা চাইছে রাশিয়ার অর্থনৈতিক পথ বন্ধ করত , ভারত ও চীনের উপর শুল্ক চাপিয়ে তাদের রুশ তেল আমদানি নিরুৎসাহিত করা হোক।

উল্লেখ্য, এর আগেও আমেরিকা ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করেছিল ভারত ও চীনের উপর শুল্ক আরোপ করতে। কিন্তু ইইউ (EU) সেই অনুরোধ উপেক্ষা করে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen