জিএসটির বকেয়া মেটানোর আশ্বাস, মঙ্গলে বৈঠক কেন্দ্রের

আগামী মঙ্গলবার কেন্দ্রীয় অর্থসচিব, ব্যয়সংক্রান্ত সচিব বৈঠক করবেন রাজ্যের অর্থমন্ত্রী ও অর্থসচিবদের সঙ্গে। রাজ্যগুলির কোনও প্রশ্ন থাকলে তারও জবাব দেওয়া হবে।

August 30, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

জিএসটি নিয়ে রাজ্য সরকারগুলির বিদ্রোহ সামাল দিতে মঙ্গলবার আবার রাজ্যগুলিকে নিয়ে বৈঠক করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তার আগে রাজ্যগুলিকে চিঠি দিয়ে কেন্দ্র আশ্বাস দিল, বকেয়া জিএসটি’র টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হবে। প্রতি দু’মাসে একটি করে বকেয়া জিএসটি’র কিস্তি দিয়ে দেওয়া হবে। তবে লকডাউনের কারণে রাজ্যগুলির জিএসটি কম আদায় বাবদ যে বিপুল আর্থিক লোকসান হয়েছে, সে ব্যাপারে কোনও ক্ষতিপূরণ কেন্দ্র দেবে না। চিঠিতে বলা হয়েছে, ওই অতিরিক্ত ক্ষতিপূরণ প্রদানে কেন্দ্র বাধ্য নয়। এরকম কোনও নিয়মও জিএসটি আইনে নেই। আগামী মঙ্গলবার কেন্দ্রীয় অর্থসচিব, ব্যয়সংক্রান্ত সচিব বৈঠক করবেন রাজ্যের অর্থমন্ত্রী ও অর্থসচিবদের সঙ্গে। রাজ্যগুলির কোনও প্রশ্ন থাকলে তারও জবাব দেওয়া হবে।

যদিও যে চিঠি কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিয়েছে, সেখানে স্পষ্ট করে কেন্দ্রের অবস্থান জানানো হয়েছে। চিঠির বয়ান অনুযায়ী লকডাউনের কারণে জিএসটি আদায় তলানিতে আসায় যে লোকসানের সম্মুখীন হয়েছে রাজ্য সেটা সামলাতে রাজ্যকেই রিজার্ভ ব্যাঙ্কের থেকে ঋণ নিতে হবে। কেন্দ্র কোনও বাড়তি সহায়তা করবে না। এমনকী রাজ্যগুলির দাবি মেনে কেন্দ্র ঋণ করে রাজ্যকে টাকাও মেটাবে না। আবার একইসঙ্গে রাজ্যগুলির আরও একটি দাবিও কেন্দ্র অগ্রাহ্য করেছে। সেটি হল জিএসটি ক্ষতিপূরণ প্রদানের যে পাঁচ বছরের সময়সীমা সেটা আরও ২ থেকে ৫ বছর বাড়িয়ে দেওয়া। ওই দাবিও মানছে না কেন্দ্র। বরং চিঠিতে জানিয়েছে, জিএসটি ফান্ড থেকে কীভাবে রাজ্যগুলির ক্ষতিপূরণ সম্ভব সেই প্রক্রিয়া জিএসটি কাউন্সিলই স্থির করুক। দরকার হলে রাজ্য যাতে সহজ শর্তে ঋণ নিতে পারে, সেই ব্যবস্থা করা হবে। কিন্তু ঋণ রাজ্যকেই করতে হবে। যদিও রাজ্যগুলির অনেকেই কেন্দ্রের কথায় আর ঋণ নিতে রাজি নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen