নাড্ডার কনভয়ে হামলার পর টুইটের বন্যা, অভিষেক আক্রান্ত হওয়ার পর চুপ কেন ধনখড়?

হামলার ঘটনাকে হাতিয়ার করেই বিপ্লব দেবের প্রশাসনকে একহাত নেন অভিষেক নিজেও। আর হামলার প্রতিবাদে রাতে রাস্তায় নামেন তৃণমূল কর্মীরা।

August 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সোমবার প্রথমবার ত্রিপুরায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ত্রিপুরায় পৌঁছে তিনি সোমবার সোজা ত্রিপুরেশ্বরী মন্দিরে যান। মাঝপথে অভিষেকের গাড়ি উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। লাঠি দিয়ে তাঁর গাড়ির সামনের কাচে বাড়ি মারা হয়। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন অভিষেক।

হামলার ঘটনাকে হাতিয়ার করেই বিপ্লব দেবের প্রশাসনকে একহাত নেন অভিষেক নিজেও। আর হামলার প্রতিবাদে রাতে রাস্তায় নামেন তৃণমূল কর্মীরা। টুইটারে সরব হন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। রাজ্যসভাতেও বিষয়টি উত্থাপন করেন ডেরেক ও’ব্রায়েন। কিন্তু এই ঘটনায় লক্ষ্যণীয়ভাবে মৌনব্রত ধারণ করেন এক ব্যক্তি, যার স্বভাবই হল পান থেকে চুন খসলে টুইট করা। হ্যাঁ, রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

উল্লেখ্য, কয়েকমাস আগে বাংলায় নির্বাচনের প্রচার করতে এসে ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে পড়েন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সেই সময় রাজ্যের প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একের পর এক টুইট করেছিলেন ধনখড়। কিন্তু বাংলার এক সাংসদ যখন ত্রিপুরায় আক্রান্ত হলেন, তখন চুপ কেন রাজ্যপাল, উঠছে সেই প্রশ্ন। নেটনাগরিকরা এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ধনখড়কে (Jagdeep Dhankhar)।

নিরব রাজ্যপালকে কটাক্ষ করে বিভিন্ন মিম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen