মহালয়ায় কল্যাণীর দুই ক্লাবে জনস্রোত, দেখুন ভিডিও

ওই দুটি মণ্ডপ ছাড়া শহরের বাকি পুজো মণ্ডপগুলির এখনও দর্শকদের জন্য খুলে দেওয়া হয়নি।

October 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বুধবার মহালয়ার দিনেই কলকাতার সঙ্গে সঙ্গে কল্যাণীতে দু’টি পুজোর উদ্বোধন হল, একটি রথতলা সার্বজনীন এবং অপরটি আইটিআই মোড় লুমিনাস ক্লাব। উদ্বোধনের পর থেকে মানুষের ঢল নামতে শুরু করেছে দুই মণ্ডপে ও কল্যাণী শহরে।

ওই দুটি মণ্ডপ ছাড়া শহরের বাকি পুজো মণ্ডপগুলির এখনও দর্শকদের জন্য খুলে দেওয়া হয়নি। দুটোতেই পুজোর ভিড় ছড়িয়ে পড়েছে। ফি বছর গ্রাম, শহরতলি থেকে কলকাতার বিগ বাজেটের পুজো দেখতে যান মানুষজন। গত কয়েক বছর ধরে চিত্রটা পাল্টে গিয়েছে। কলকাতার লোকেরাই মণ্ডপ ও প্রতিমা দেখতে কল্যাণী যাচ্ছেন। গত বছর কল্যাণীতে কয়েক লক্ষ মানুষের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে। এবারেও হয়তো তেমনই হবে বলে প্রত্যাশা পুলিশের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen