বিশ্বমঞ্চে ফের বাংলার সাফল্য, দেশে সেরার তালিকায় কলকাতার দুই সরকারি স্কুল

October 18, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪৫: আন্তর্জাতিক শিক্ষার মঞ্চে ফের বাংলার সাফল্য। ‘এডুকেশন ওয়ার্ল্ড ম্যাগাজিন’-এর (Education World Magazine) সাম্প্রতিক র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতার দুই সরকার পোষিত বিদ্যালয় – যাদবপুর বিদ্যাপীঠ ও যোধপুর পার্ক বয়েজ স্কুল। দক্ষিণ কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ (Jadavpur Vidyapith) পেয়েছে দেশের মধ্যে ১২ নম্বর স্থান, আর যোধপুর পার্ক বয়েজ (Jodhpur Park Boys School) রয়েছে ২৩ নম্বরে। প্রথম ৩০টি ডে স্কুলের তালিকায় এই দুই স্কুলের অন্তর্ভুক্তি রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

শুধু সরকারি বিদ্যালয় নয়, বেসরকারি স্কুলের তালিকাতেও সাফল্য এসেছে বাংলার। ভিন্টেজ বয়েজ ডে স্কুল র‌্যাঙ্কিংয়ে সেন্ট জেভিয়ার্স (St. Xavier’s) রয়েছে চতুর্থ স্থানে, লা মার্টিনিয়ার ফর বয়েজ (La Martiniere for Boys) পঞ্চম স্থানে এবং ক্যালকাটা বয়েজ (Calcutta Boys) সপ্তম স্থানে। একাদশ স্থানে রয়েছে সেন্ট জেমস (St. James) ও সেন্ট লরেন্স স্কুল (st lawrence school)। অন্যদিকে ভিন্টেজ গার্লস ডে স্কুল র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লরেটো হাউজ মিডলটন এবং তৃতীয় স্থানে লা মার্টিনিয়ার ফর গার্লস। এই তালিকায় আরও রয়েছে দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট (১৩ নম্বর), গোকলে মেমোরিয়াল (১৭ নম্বর), ক্যালকাটা গার্লস (২১ নম্বর) এবং বউবাজার লরেটো (২৪ নম্বর)।

বয়েজ ডে স্কুল র‌্যাঙ্কিংয়ে প্রথম পাঁচের মধ্যে রয়েছে হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ (তৃতীয়) এবং ডন বসকো পার্ক সার্কাস (চতুর্থ)। নবম স্থানে রয়েছে হাওড়ার অগ্রসেন বয়েজ স্কুল এবং ষোড়শ স্থানে কালিম্পংয়ের সেন্ট অগাস্টিন। কো-এড ডে স্কুল তালিকায় লক্ষ্মীপৎ সিংহানিয়া স্কুল রয়েছে নবম স্থানে। গার্লস স্কুল র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতার মডার্ন হাই স্কুল।

‘এডুকেশন ওয়ার্ল্ড’-এর র‌্যাঙ্কিং অনুযায়ী, সরকার পোষিত ডে স্কুলের প্রথম দশে রয়েছে দিল্লির চারটি, চণ্ডীগড়ের তিনটি এবং ওড়িশার একটি স্কুল। এই তালিকায় পশ্চিমবঙ্গের (West Bengal) দুই স্কুলের অন্তর্ভুক্তি রাজ্যের শিক্ষা ব্যবস্থার (Education) মান ও পরিশ্রমের প্রতিফলন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen