শীঘ্রই রাজ্যে আরও দু’টি ইএসআই হাসপাতাল চালু হচ্ছে

রাজ্যে বর্তমানে ১৪টি ইএসআই হাসপাতাল চলছে। এর মধ্যে ১৩টি পরিচালনা করে রাজ্য শ্রমদপ্তর। জোকার হাসপাতালটি চালায় কেন্দ্রীয় সরকারি সংস্থা ইএসআই কর্পোরেশন।

July 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
শীঘ্রই রাজ্যে আরও দু’টি ইএসআই হাসপাতাল চালু হচ্ছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে বর্তমানে ১৪টি ইএসআই হাসপাতাল চলছে। এর মধ্যে ১৩টি পরিচালনা করে রাজ্য শ্রমদপ্তর। জোকার হাসপাতালটি চালায় কেন্দ্রীয় সরকারি সংস্থা ইএসআই কর্পোরেশন।

ইএসআই প্রকল্পে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য ২০ লক্ষ ৩৮ হাজার ৬৬৬ জন শ্রমিক নথিভুক্ত আছেন। শুধু সংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা ইএসআই প্রকল্পের সুবিধা পান। তবে ইএসআই হাসপাতালগুলির আউটডোরে যে কেউ চিকিৎসা করাতে যেতে পারেন।

এবার হলদিয়া ও শিলিগুড়িতে আরও দুটি ইএসআই হাসপাতাল খুব শীঘ্রই চালু হবে। শুক্রবার বিধানসভায় শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প আছে, যাতে অন্যান্য বিষয়ের সঙ্গে চিকিৎসা করানোর সুবিধা মেলে। এখন এই প্রকল্পে নথিভুক্ত শ্রমিককে কোনও মাসিক অনুদান দিতে হয় না। পুরো টাকা রাজ্য সরকার দিয়ে থাকে। এই প্রকল্পে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা এখন ১ কোটি ৫৯ লক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen