UEFA Champions League 2025-26 কবে হবে ড্র, কোথায় দেখবেন লাইভ?
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এবার ড্র-তে অংশ নিচ্ছে তিন ইউরোপিয়ান কাপ জয়ী ক্লাব প্যারিস সাঁ জাঁ (PSG), টটেনহ্যাম হটস্পার এবং চেলসি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৩: ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬ মরশুমের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার, ২৮ আগস্ট মোনাকোতে। গত মরশুমে চালু হওয়া নতুন ৩৬ দলের ফরম্যাট এবছরও বহাল থাকছে। এর মাধ্যমে প্রতিটি দল পাবে আটটি ম্যাচ প্রতিটি দলকে চারটি আলাদা পট থেকে দুটি করে প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে, একটি ম্যাচ ঘরের মাঠে এবং একটি ম্যাচ বাইরে মাঠে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এবার ড্র-তে অংশ নিচ্ছে তিন ইউরোপিয়ান কাপ জয়ী ক্লাব প্যারিস সাঁ জাঁ (PSG), টটেনহ্যাম হটস্পার এবং চেলসি।
কবে ও কখন ড্র?
- তারিখ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট
- সময়: রাত ৯:৩০ (ভারতীয় সময় অনুযায়ী)
ম্যাচ কোথায় দেখা যাবে?
- ভারতে ড্র-এর সরাসরি সম্প্রচার করবে Sony Sports Network। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং দেখা যাবে SonyLiv অ্যাপ এবং ওয়েবসাইটে।
ড্র-এর নিয়ম ও ফরম্যাট হলো
- ৩৬ দলকে ভাগ করা হয়েছে চারটি পটে।
- প্রতিটি দলকে সফটওয়্যারের মাধ্যমে আটটি ম্যাচ বরাদ্দ করা হবে প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ।
- একই দেশের দুই ক্লাব একে অপরের মুখোমুখি হতে পারবে না।
- সর্বাধিক দুইটি ক্লাবের সঙ্গেই একই দেশের দল মুখোমুখি হতে পারবে।
কোন দলে কোন পটে?
- পট ১: পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা।
- পট ২: আর্সেনাল, বায়ার লেভারকুসেন, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, আতালান্তা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুজ।
- পট ৩: টটেনহ্যাম হটস্পার, পিএসভি আইন্দোভেন, আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বডো গ্লিম্ট, মার্সেই।
- পট ৪: এফসি কোপেনহেগেন, এএস মোনাকো, গালাতাসারাই, ইউনিয়ন সাঁ জিলোয়াজ, কারাবাগ, অ্যাথলেটিক বিলবাও, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস এফসি, কাইরাত আলমাটি।
কবে প্রকাশ পাবে ম্যাচ সূচি?
- লিগ-পর্বের সম্পূর্ণ সূচি প্রকাশিত হবে ৩১ আগস্ট।