লোকই জোগাড় করতে পারলো না বিজেপি, বাতিল নদীয়ার পরিবর্তন যাত্রা

মঙ্গলবার শান্তিপুর বীরনগর গ্রন্থাগারের কাছ থেকে যাত্রা শুরু হওয়ার কথা ছিল। সেই মতো সবরকম ব্যবস্থাও হয়েছিল।

February 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নদীয়ার শান্তিপুরে হবে না বিজেপির পরিবর্তন যাত্রা (Parivartan Yatra), কারণ দলের নেতারা যাত্রায় হাঁটার মানুষ জোগাড় করতে অসফল হয়েছেন।

মঙ্গলবার শান্তিপুর বীরনগর গ্রন্থাগারের কাছ থেকে যাত্রা শুরু হওয়ার কথা ছিল। সেই মতো সবরকম ব্যবস্থাও হয়েছিল। কিন্তু তখনই স্থানীয় নেতারা জানান তারা মানুষ জোগাড় করতে ব্যর্থ হয়েছেন।

তাই শেষ মূহুর্তে বাতিল করা হয় রথ যাত্রার অনুষ্ঠান। রাজ্য নেতাদের দাবি স্থানীয় নেতাদের অক্ষমতার কারণেই এই ঘটনা ঘটেছে।

স্থানীয় কিছু নেতার মতে পরিবর্তন যাত্রা সাময়িক জনপ্রিয়তা এনে দিলেও তাদের ভোট এনে দেবে না। তাদের একাংশের মতে স্থানীয় নেতাদের সাথে আলোচনা করে পরিবর্তন যাত্রার দিন ঠিক করা উচিৎ ছিল।

কিন্তু আসলে রাজ্য নেতারা দিন ঠিক করে স্থানীয় নেতাদের ওপর চাপিয়ে দেয় তারই ফল শান্তিপুরের ব্যর্থতা।

তৃণমূল (Trinamool) নেতারা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেছেন, ‘এ থেকেই বোঝা যায় বিজেপির রাজ্যস্তরের নেতাদের স্থানীয় নেতাদের সাথে কোন যোগাযোগ নেই। ‘

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen