ভারত-আমেরিকার ম্যাচ দিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মহিলা ফুটবল বিশ্বকাপ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

October 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে মেয়েদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ। চূড়ান্ত প্রস্তুতি শেষ। ২০১৭ সালের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর এবার মেয়েদের বিশ্বকাপের আসর বসছে ভারতের মাটিতে। ভুবনেশ্বর, মুম্বই এবং গোয়ায় হবে খেলা।
১১ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার ভারত-আমেরিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের অভিযান। উদ্বোধনী ম্যাচের জন্য তৈরি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম। বিশ্বকাপের জন্য দারুণভাবে সেজে উঠেছে এই স্টেডিয়াম। ভারতের তিনটে ম্যাচই হবে এখানে। আসন সংখ্যা এখনও ১২ হাজার থাকলেও স্টেডিয়াম নতুন ভাবে সাজানো হয়েছে। বদলে ফেলা হয়েছে স্ট্যান্ড। ডাগ আউট এবং ভিআইপি বক্সও পাল্টে ফেলা হয়েছে। প্রায় ৯০ কোটি টাকা খরচ করে ফিফার নিয়ম মেনে একেবারে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করা হয়েছে।

ধারে-ভারে মার্কিনিরা অনেক উন্নত হলেও ঘরের মাঠে ভাল শুরু করার বিষয়ে আশাবাদী টমাস ডেনার্বি। ভারতের মেয়েদের উদ্বুদ্ধ করতে রবিবার টিম হোটেলে হাজির ছিলেন ফেডারেশন সচিব সাজি প্রভাকরণ। ফুটবলার, কোচিং স্টাফ এবং দলের অফিসিয়ালদের সঙ্গে দেখা করেন। ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য অভিজিৎ পালও হাজির ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen