নরেন্দ্র মোদীর আমলে দেশে জাতিভিত্তিক আর্থিক বৈষম্য অত্যন্ত প্রকট

রিপোর্ট বলছে, দেশের মোট সম্পদের ৪০ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে উচ্চবর্ণের এক শতাংশের হাতে। যা ভারতের ক্রমবর্ধমান বৈষ্যমের দিকেই ইঙ্গিত করছে।

June 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
দেশে জাতিভিত্তিক আর্থিক বৈষম্য অত্যন্ত প্রকট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি সমীক্ষা রিপোর্টে দেখা গেছে, দেশে জাতিভিত্তিক আর্থিক বৈষম্যও অত্যন্ত প্রকট। দেশের প্রায় ৯০ শতাংশ কোটিপতিই উচ্চবর্ণের। ওই তালিকায় তফসিলি উপজাতির কোনও ভাগই নেই। দেশে সম্প্রতি জাতিগত জনগণনার দাবি জোরাল হয়েছে। বিহারের সম্প্রতি এধরনের একটি সমীক্ষা রিপোর্টেও এধরনের অসাম্যের বিষয়টি দেখা গিয়েছে। এরইমধ্যে ‘টুওয়ার্ডস ট্যাক্স জাস্টিস অ্যান্ড ওয়েলথ রিডিস্ট্রিবিউশন ইন ইন্ডিয়া’ শীর্ষক রিপোর্টে ভারতে সম্পদ বণ্টনের ক্ষেত্রে এই জাতিগত বৈষম্যর বিষয়টিই ধরা পড়েছে। রিপোর্ট বলছে, দেশের মোট সম্পদের ৪০ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে উচ্চবর্ণের এক শতাংশের হাতে। যা ভারতের ক্রমবর্ধমান বৈষ্যমের দিকেই ইঙ্গিত করছে।

রিপোর্টে জনসংখ্যার বিন্যাসের ভিত্তিতে ভারতের কোটিপতিদের নিরিখে ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতিগত বৈষম্যের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে ২০০৮ সালে ভারতে উচ্চবর্ণের কোটিপতি ছিলেন ৮৮.৬০ শতাংশ। সেখানে অন্যান্য অনগ্রসর শ্রেণির হার ১০.৪০ শতাংশ। ২০১৮ সালে এই পরিসংখ্যান ছিল যথাক্রমে ৮১.৭০ শতাংশ এবং ১৪.৪০ শতাংশ। ২০২০ সালে কোটিপতির ক্ষেত্রে উচ্চবর্ণের প্রতিনিধিত্ব বেড়ে দাঁড়ায় ৮৪.৩০ শতাংশ। সেখানে অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধিত্ব কমে হয় ১১.৬০ শতাংশ। ২০২২ সালে এই অঙ্ক দাঁড়ায় যথাক্রমে ৮৮.৪০ শতাংশ এবং ৯ শতাংশ। প্রতি ক্ষেত্রেই তফসিলি জাতির অতি সামান্য অংশীদারি থাকলেও তফসিলি উপজাতিভূক্তদের নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen